ক্যাটরিনার মা হওয়া নিয়ে গুঞ্জন

Katrina Kaif

বিনোদন ডেস্ক : স্বামী-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে লন্ডনে ছুটি কাটিয়ে সদ্য মুম্বাইতে ফিরলেন ক্যাটরিনা কাইফ। শনিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা তার মা হতে চলা নিয়ে তুলল প্রশ্ন! খবর হিন্দুস্তান টাইমসের।

Katrina Kaif

ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কালো কোটের নিচে কালো শার্ট ও ট্রাউজার পরে বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসছেন ক্যাটরিনা। তিনি পায়ে স্নিকার্স এবং গাঢ় রঙের সানগ্লাস পরেছিলেন। অভিনেতাকে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসতে দেখা গেল। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন তিনি।

ভিডিওটি দেখে এক ভক্ত মন্তব্য করলেন, ‘খুব সুন্দর, মার্জিত এবং উত্কৃষ্ট দেখাচ্ছে। সে জ্বলজ্বল করছে।’ অপর একজন লিখেছেন, ‘উনি কি আদৌ গর্ভবতী?’ তৃতীয়জনের মন্তব্য, ‘বেবি বাম্প গায়েব হয়ে গেল তো!’ চতুর্থজন লেখেন, ‘ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নয়। কত গুজব আর রিপোর্ট ছড়িয়ে পড়ল!’

কিলার লুক নিয়ে লঞ্চ হতে যাচ্ছে Nothing Phone 3 স্মার্টফোন, দেখুন ফার্স্ট লুক

কয়েক সপ্তাহ আগেই বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। ভিকি কৌশলের সঙ্গে লন্ডনে ছুটি কাটানোর সময় ‘শিলা কি জাওয়ানি’ অভিনেত্রীর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। যা দেখে একাংশ মানুষ দাবি করেছিলেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। পরে তার সংস্থা রেইনড্রপ মিডিয়া একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, ‘সমস্ত মিডিয়া হাউসকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদন এবং জল্পনা বন্ধ করার জন্য অনুরোধ করছি।’