বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে হত্যার হুমকি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৫ জুলাই) মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকি। এরই মধ্যে এ মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইন্ডিয়ান প্যানাল কোড সেকশন ৫০৬, ৩৫৪-ডি ধারায় মামলাটি দায়ের করেন ভিকি কৌশল।
ইন্ডিয়া টুডেকে ভিকি কৌশল বলেন—‘অজ্ঞাত একজন ব্যক্তি ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। একইভাবে ক্যাটরিনাকেও হত্যার হুমকি দিয়েছে।’
ঝিরঝির বৃষ্টিতে বিদ্যুৎ চমকাতেই শুরু হইল কই মাছের মেলা, তুমুল ভাইরাল ভিডিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।