বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রায় তাদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের দেখা গেছে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার পথে, যেখানে ক্যাটরিনার পোশাক আর হাঁটার ধরন ঘিরেই জন্ম নিয়েছে নতুন গুঞ্জন। নেটিজেনদের প্রশ্ন তবে কি এবার ক্যাটরিনা অন্তঃসত্ত্বা?
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ভিডিওটি আসলে পুরোনো, তবে এই তথ্য গুঞ্জন থামায়নি । ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি ফেরি পয়েন্টের দিকে হাঁটছেন ভিকি ও ক্যাটরিনা। তাদের গাড়ি পাশেই পার্ক করা ছিল। তারা সম্ভবত আলিবাগ যাচ্ছিলেন ছুটির জন্য। ভিকিকে দেখা যায় সাদাটে শার্ট ও নীল জিনস পরে, মাথায় ক্যাপ। ক্যাটরিনা পরেছিলেন ঢিলেঢালা সাদা শার্ট ও প্যান্ট, চুল ছিল টাইট পনিটেইলে বাঁধা। দুজনের মুখেই ছিল মাস্ক।
ভিকিকে দেখা যায় সাদাটে শার্ট ও নীল জিনস পরে, মাথায় ক্যাপ। ক্যাটরিনা পরেছিলেন ঢিলেঢালা সাদা শার্ট ও প্যান্ট, চুল ছিল টাইট পনিটেইলে বাঁধা। দুজনের মুখেই ছিল মাস্ক।
কিন্তু ক্যাটরিনার এই ‘ওভারসাইজড’ পোশাক এবং তার হেঁটে যাওয়ার ধীরগতি দেখে অনেকেই ধরে নিচ্ছেন তিনি অন্তঃসত্ত্বা। কেউ একজন মন্তব্য করেছেন, ক্যাটরিনাকে অন্তঃসত্ত্বা লাগছে…আশা করি সুখবর পাবো।
অন্য কেউ লিখেছেন, আমি প্রার্থনা করি যেন এটি সত্যি হয়, তার চলাফেরা এবং পোশাক অনেকটা ইঙ্গিত দিচ্ছে।
এর আগেও ক্যাটরিনার মা হওয়ার গুজব উঠেছে। তবে এবারে ভিডিওর ধরন এবং ভক্তদের প্রতিক্রিয়ায় গুঞ্জন যেন আরও জোরালো। তবে ক্যাটরিনা ও ভিকি দুজনের কেউই এ বিষয়ে কিছু বলছেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।