বাথরুমে গিয়ে কেন কান্নায় ভেঙে পড়েছিলেন, জানালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বিয়ের পর দ্বিতীয় ভ্যালেন্টাইনস ডে। এই দিনে স্বামী ভিকি নয়, সাবেকে মজেন ক্যাটরিনা! নিজেই স্বীকার করেলেন এই অভিনেত্রী।

দুই বছর হয়েছে ঘর বেঁধেছেন বলিউড তারকা ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ। বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল এই তারকা যুগল। পরে প্রেমেও মজেছিলেন দুজনেই। ছুটি পেলেই একসঙ্গে উড়ে যেতেন সুদূর দ্বীপে, সমুদ্রসফর কিংবা উপত্যকায়; কিন্তু কি এমন হলো দুই বছর না ঘুরতেই সম্পর্কে চিড় ধরল তাদের? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মাঝে।

প্রেম দিবসে ভিকিকে নিয়ে ক্যাটরিনা যা জানিয়েছেন, তাতেই চোখ কপালে উঠেছে ক্যাটরিনার বন্ধু ও জনপ্রিয় সঞ্চালক মিনি মাথুরের।

বিয়ের আগে ক্যাটরিনার যে দুটি সম্পর্ক নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে, তা হলো সালমান খানের ও রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক। তবে রণবীরের কারণেই নাকি সেই প্রেম টেকেনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন ক্যাটরিনা, সেখানেই তিনি এক মজার খেলায় মাতলেন তার বান্ধবীদের সঙ্গে। যেখানে সাবেক প্রেমিককে মদ্যপ অবস্থায় ফোন করার কথা জানান অভিনেত্রী। শুধু তাই নয়, সেই সাবেকের জন্য শৌচালয়ে কান্নায় ভেঙে পড়েন। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ক্যাটরিনা।

পাশাপাশি এটাও জানান, এক সময় অন্যের ফোন ঘাঁটার অভ্যাসও ছিল তার। তবে ভিকির ফোনে একেবারেই নজরদারি চালান না। ফোন খোলা থাকলেও ফিরে তাকান না। ক্যাটরিনার কথায়- আসলে আমারও একটা অতীত ছিল, সেই অতীত আমাকে এখনকার আমি করে তুলেছে, তাই এখন আমি বদলে গিয়েছি।

ব্রেকআপ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মিশমি