অক্ষয়ের গালে ক্যাটরিনার চড়! পুরনো কথা স্মরণ করলেন নায়িকা

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমারের গালে ক্যাটরিনা কাইফের চড়? শুনে চোখ কপালে? কিন্তু এমনটা যে হয়েছে। খোলসা করে বলা যাক। কোভিড পরবর্তী বলিউডের অন্যতম সফল ছবি ‘সূর্যবংশী’। আর এই ছবির জন্যই অক্ষয় কুমারকে চড় মারতে হয়েছিল ক্যাটরিনাকে। শ্যুটিংয়ের সেই সময়ের কথা মনে করে কী বললেন অভিনেত্রী? কেমন অবস্থা হয়েছিল তাঁর?

‘চড় স্মৃতি’
বড়পর্দায় দুর্দান্ত ব্যবসা করার পর এবার টেলিভিশন দাপাতে আসছে ‘সূর্যবংশী’। এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে। রোহিত শেট্টির পরিচালনায় এই ছবি বক্স অফিসে প্রবল সাফল্য লাভ করে।

এই বিষয়ে ক্যাটরিনা বলেন, ‘বলতেই হয়, রোহিত শেট্টির ছবির জন্য শ্যুটিং করা একেবারে অন্য ধরনের অভিজ্ঞতা। সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার বিষয়টিকে আরও দারুণ করে তোলে।’

শ্যুটিংয়ের এক বিশেষ মুহূর্তের কথা মনে করে অভিনেত্রী বলেন, ‘একটা দৃশ্যের কথা মনে আছে, অক্ষয়কে চড় মারতে হত। আমার তো খুব অস্বস্তি হচ্ছিল কারণ সত্যি সত্যি গালে সপাটে চড় মারতে হত।’ এরপর আরও পুরনো দিনের কথা মনে করে ক্যাটরিনা বলেন, সেই সিনটা হঠাৎ তাঁদের ২০০৭ সালের ব্লকবাস্টার ‘ওয়েলকাম’ ছবির কথা মনে করিয়ে দেয়।

ক্যাটরিনার কথায়, ‘আমার সেই সময়ের কথা মনে পড়ে যখন আমি এবং অক্ষয় আমাদের ‘ওয়েলকাম’ ছবির শ্যুটিং করছিলাম। ঠিক যেন দেজা ভু। যাই হোক, টেক হল, প্রচণ্ড হাসলাম এবং দিনের কাজ শেষ করলাম।’

আগামী ৬ অগাস্ট ‘সূর্যবংশী’র টেলিভিশন প্রিমিয়ার হবে। ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভারতেই এই ছবি ২৩৩.৩৩ কোটি টাকার ব্যবসা করে। বিশ্ব জুড়ে ব্যবসার মোট পরিমাণ ছিল ২৯৪.৯১ কোটি টাকা।

আমেরিকান পাইয়ে অভিনয় করে ২০০ শয্যাসঙ্গী পেয়েছেন জেনিফার