কাউকে হামলা না করে কেন ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলো বাঘ

বাঘ

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এক পুরুষ বাঘ। এর মধ্যে ছিল বড় জলাশয়, দিঘি, কয়লাখনি, রাস্তা, চাষের খেত থেকে শুরু করে অসংখ্য মানুষের বসতি। কিন্তু বাঘের এমন দুর্গম যাত্রা কেন?

বাঘ

মনে করা হচ্ছে, সঙ্গিনীর খোঁজেই তার এই দীর্ঘ পাড়ি। ঘটনাটি ভারতে ঘটেছে।

সাধারণত এক এলাকা থেকে অন্য এলাকায় ঢুকে পড়া বাঘের সন্ধান মেলে তাদের গলায় রেডিও কলার থেকে। কিন্তু এই বাঘটির গলায় তেমন কিছু ছিল না। তার শরীরে ডোরাকে চিহ্নিত করেই বিশেষজ্ঞরা জানতে পেরেছেন তার এই গতিবিধি সম্পর্কে। বাঘটি কেবল সঙ্গিনী ও তার সঙ্গে মিলিত হওয়ার জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পেতেই এমন ঝুঁকি নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত কোনো মানুষকে হামলা করেনি বাঘটি। পরিস্থিতির দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, মূলত দিনের বেলা বিশ্রাম নিয়ে রাতে কিলোমিটারের পর কিলোমিটারের পর পাড়ি দিয়েছে বাঘ।

এর আগে ছত্তিশগড় থেকে ওড়িশায় বাঘের ঢুকে পড়ার কথা জানা গেলেও সুদূর বিদর্ভ থেকে এত দূর এসে পড়ার নজির নেই।

উল্লেখ্য, ২০২২ সালের বাঘসুমারি অনুয়ায়ী, ওড়িশায় বাঘের সংখ্যা ২০। এমন পরিস্থিতিতে পুরুষ বাঘটির এখানে আসা বাঘেদের মধ্যে সংযোগ গড়ে তোলা ও তাদের দীর্ঘায়ু করার জন্য প্রয়োজনীয় করিডর নির্মাণের প্রয়োজনীয়তাকেই তুলে ধরছে বলে মতো ওয়াকিবহাল মহলের।

নেট দুনিয়ায় ঝড় তুলেছে এই সাহসী ওয়েব সিরিজ, একা দেখুন

প্রসঙ্গত, ২০২২ সালে জানা গিয়েছিল বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে বাঘ। আর তা হচ্ছে মূলত বাঘেদের মিলন ঋতুতেই।