বিনোদন ডেস্ক : লাল পাড় অফ হোয়াইট হাকোবা শাড়িতে সেলফি পোস্ট। ব্লাউজ ছাড়া ছবি শেয়ার করতেই আদৃতের চর্চিত প্রেমিকা কৌশাম্বীকে তুলোধনা। জি বাংলার এককালীন জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই। প্রায় একটানা ৫০ দিনের বেশি সময় টিআরপি লিস্টে বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিকটি। আর সেখানে নন্দার চরিত্রে দর্শকের দিল জিতে নিয়েছিলেন কৌশাম্বী চক্রবর্তী।
এই মুহূর্তে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে কাজ করছেন কৌশাম্বী। উল্লেখ্য, এই ধারাবাহিকটিও টপ ৩- এর তৃতীয় স্থানে রয়েছে। অভিনয় দক্ষতায় বারবার ছোট পর্দার দর্শকের মন জয় করে চলেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। ছবি পোস্ট করলে নেটিজেনরা সাধারণত ভালোবাসাই জাহির করেন। কিন্তু, লেটেস্ট পোস্টে মিঠাই খ্যাত কৌশাম্বীকে একেবারে ধুয়ে দিল নেটপাড়া। ব্লাউজ ছাড়া শাড়ি পরে সেলফি পোস্ট করতেই একেবারে সমালোচনার ঝড়।
আয়নার সামনে লাল পাড় অফ হোয়াইট হাকোবা শাড়ি পরে পোজ দিয়েছেন ছোট পর্দার নন্দা। ব্লাউজ ছাড়া কপালে লাল টিপ আর চুলে খোপা বেঁধে একেবারে আবেদনময়ী কৌশাম্বী। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় অনেকে পছন্দ করলেও নেটিজেনদের একটা বড় অংশ নন্দার নিন্দা করেছে।
তাঁকে কটাক্ষের সুরে কেউ লিখেছেন, ‘নোংরা মেয়ে এইভাবে সিডকে ধরে রেখেছিস’? এক নেটিজেন প্রশ্ন করেছেন, ‘এই মেয়েটা এত বাজে কেন’? তবে কৌশাম্বীর লেটেস্ট পোস্টে ঘুম উড়েছে ভক্তদের। ব্লাউজ ছাড়া শাড়ি পরা নিয়ে যখন সমালোচনার ঝড় তখন একজন লিখেছেন, নন্দা তো পুরো সেক্সি।
স্বর্ণেন্দু নামের এক ব্যক্তি কৌশাম্বীর রুপের তারিফ করে লেখেন, ‘এমনিই পাগল ছিলাম এই মুখটার ছবি দেখে আরও পাগল হয়ে গেলাম’। অভিনয়ের প্রশংসা করে এক নেট নাগরিক আবার বলেন, ‘মিঠাইতে তোমাকে যেমন ভালো লাগত তেমনই ফুলকিতেও তোমার চরিত্রটা ভীষণ ভালো। তুমি খুব গর্জাস’।
অনেকেই আবার হৃদয়ের ইমোজি দিয়ে নন্দার লেটেস্ট পোস্টকে সমর্থন করেছেন। মিঠাই ধারাবাহিক চলাকালীনই উচ্ছেবাবুর সঙ্গে নন্দার প্রেম নিয়ে একটা কানাঘুষো শুরু হয়। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে দুজনেই একেবারে স্পিকটি নট। বরাবরই একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেছেন।
কিন্তু, আদৃতের জন্মদিনে মা আরল কৌশাম্বীকে নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন আদৃত। অন্যদিকে কৌশাম্বীর জন্মদিনেও তাঁকে জড়িয়ে আদুরে শুভেচ্ছা জানিয়েছিলেন উচ্ছেবাবু। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই পাগলিটাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! অনেক আনন্দ! কৌশাম্বী চক্রবর্তী তোমার মুখে সবসময় এই হাসি লেগে থাকুক।’ জুটির ভক্তরা অপেক্ষায় কবে তাঁরা অফিসিয়ালি সম্পর্কে সিলমোহর দেবেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel