বিনোদন ডেস্ক : মিঠাই ভক্তদের ‛পাগল’ বলে উল্লেখ দিদিয়া ওরফে কৌশাম্বির বাবার! শোরগোল নেট মাধ্যমে। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’।
এই সিরিয়াল নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। কিন্তু হঠাৎই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র সিদ্ধার্থ মোদকের উপর বেজায় চটলেন মিঠাইয়ের মহিলা ফ্যানেরা। দিনকয়েক ধরে ফ্যানপেজগুলিতে তেমনই ইঙ্গিত মিলছে।
কিন্তু কেন সিডের উপর চটলেন সকলে তাই ভাবছেন নিশ্চই? আসলে তার কারণ সিডের বদমেজাজি স্বভাব। কোনো কারণ ছাড়াই যখন তখন জায়ের সামনে মিঠাইয়ের উপর চেঁচামেচি করাকে সিরিয়ালপ্রেমী দর্শকেরা ভালো চোখে দেখেননি।
তাদের কথায় এটায় পুরুষতান্ত্রিকতার প্রশয় দেওয়া হচ্ছে। আর তারপরই সিরিয়ালের আরও এক অভিনেত্রী কৌশাম্বির বাবার কমেন্টের পরিপ্রেক্ষিতে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।
তার বাবার ফেসবুক প্রোফাইল থেকে কমেন্ট করা হয় যে ‛অনুরাগীরা কি পাগল নাকি? স্ক্রিপ্ট অনুযায়ী তো হবে’। তবে, এখানেই শেষ নয় ওই একই প্রোফাইল থেকে মন্তব্য আসে যে ‛মিঠাই কি আপনাদের সম্পত্তি?’।
এমনই সব কথায় চটে যান সৌমিতৃষার ভক্তরা। কৌশাম্বি ও তার বাবাকে নিয়ে রীতিমতো ট্রোল শুরু হয় নেট মাধ্যমে। যদিও এই জল বেশি দূর গড়াতে না গড়াতেই কৌশাম্বির বাবার প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্ট করা হয়।
আর তাতে কৌশাম্বির বাবা কৌস্তভ চক্রবর্তী লিখেছেন যে, শনিবার সন্ধ্যায় তার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল। আর ওই প্রোফাইল থেকেই তার নাম বদনাম করতে বেশ কিছু পোস্টে কমেন্ট করা হয়েছিল। ইতিমধ্যেই তিনি এই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছেন বলেও দাবি করেন। আপাতত দেখার পালা এই জল কতদূর পর্যন্ত গড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।