লাল-হলুদ পোশাকে কৌশানীর ছবি ভাইরাল

লাল পোশাকে কৌশানী

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই কৌশানী মুখার্জী মালদ্বীপ থেকে তাঁর বেশ কয়েকটি ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছিলেন। বনি সেনগুপ্ত’র পছন্দ হয়েছিল তাঁর ছবি। এমনকি কৌশানীর জন্মদিনে বনি ও কৌশানী দুজনে ঘোষণা করেছেন একটি প্রযোজনা সংস্থা খোলার কথা যার মালকিন হবেন কৌশানী। এই সব কিছুর মধ্যেই লাল পোশাকে ভাইরাল হল কৌশানীর কিছু ছবি।
লাল পোশাকে কৌশানী
ছবিগুলিতে কৌশানীর পরনে রয়েছে লাল রঙের স্প্যাগেটি স্লিভ ড্রেস। ড্রেসটি ডিপ নেক ও নি লেংথ। তার সাথে আলতো করে কৌশানী ধরে রয়েছেন লাল রঙের ব্লেজার। ঠোঁটে রয়েছে লাল লিপস্টিক ও লম্বা চুল খোলা রয়েছে। হাতে রয়েছে সাদা রঙের ঘড়ি ও কানে জাঙ্ক ইয়ারিং। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে কৌশানী লিখেছেন লাল রঙের সত্ত্বার কথা। এই ছবিতে কৌশানীর ব্যাকগ্রাউন্ড হলুদ রঙের।

নেটিজেনদের একাংশের অত্যন্ত পছন্দ হয়েছে কৌশানীর এই ছবি। কিন্তু ফ্যাশনের দিক দিয়ে দেখতে গেলে অনেকটাই পিছিয়ে কৌশানী। ফটোশুটের আগে ফ্যাশন নিয়ে তাঁর একটু পড়াশোনা করা দরকার।

যে ছবির জন্য আইফা অ্যাওয়ার্ডে সেরা হলেন কৃতি-ভিকি