বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরও এক অফার নিয়ে হাজির কাওয়াসাকি। ভারতে সংস্থার অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক কাওয়াসাকি নিনজা 400-তে মিলছে 40,000 টাকা ছাড়। বাইকের যে এক্স-শোরুম দাম রয়েছে তার উপর মিলছে এই অফার,সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নতুন বাইকও লঞ্চ করেছে সংস্থা। তবে তার মধ্যে কাওয়াসাকি নিনজা 400 আলাদাই জনপ্রিয়।
কত টাকা ছাড় ও কবে অবধি পাওয়া যাবে?
কাওয়াসাকি নিনজা 400-এর উপর 40,000 টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। গত মাসে এই ছাড় ছিল 35,000 টাকা। বাইকের এক্স–শোরুম দামের উপর মিলবে এই অফার। কাওয়াসাকি নিনজা 400-এর এক্স-শোরুম দাম রয়েছে 5.24 লাখ টাকা। তবে এই অফার সীমিত সময়ের জন্য। 31 মার্চ 2024 পর্যন্ত 40,000 টাকা ছাড়ের লাভ তুলতে পারবেন।
কাওয়াসাকি নিনজা 500 সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। দুই বাইকের স্পেসিফিকেশন প্রায় সমান। একনজরে বাইকের স্পেসিফিকেশন ও ফিচার্স দেখে নেওয়া যাক।
কাওয়াসাকি নিনজা 400 : ইঞ্জিন ও পারফরম্যান্স
বাইকে পাবেন 399 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 47.5 হর্সপাওয়ার এবং 38 এনএম টর্ক উত্পন্ন করতে পারে সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। বাইকে মিলবে LED লাইটিং, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপমিটার।
ব্রেকিংয়ের ক্ষেত্রে দু চাকাতেই পাবেন ডিস্ক রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। 17 ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে স্পোর্টস বাইকে। তবে যদি আপনি 300-400 সিসির মধ্যে স্পোর্টস বাইক কিনতে চান তাহলে আরও বেশ কিছু বিকল্প রয়েছে।
কাওয়াসাকি নিনজা 400-কে টেক্কা দেওয়ার মতো বাইক রয়েছে কেটিএম আরসি 390, টিভিএস অ্যাপাচি আরআর 310, এপ্রিলিয়া আরএস 457 এবং ইয়ামাহা R3। এই সব বাইকগুলিতেই পাবেন হাই-পারফরম্যান্স এবং সেরা ফিচার্স।
প্রসঙ্গত, কিছুদিন আগেই যে নতুন কাওয়াসাকি নিনজা 500 লঞ্চ হয়েছে তার দাম নিনজা 400 মডেলের দাম এক – 5.24 লাখ টাকা (এক্স-শোরুম)। এই বাইকে পাবেন 451 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক 44.7 হর্সপাওয়ার শক্তি এবং 42.6 এনএম টর্ক তৈরি করতে পারে।
কাওয়াসাকি নিনজা 500-এর সর্বোচ্চ গতি 189 কিমি প্রতি ঘণ্টা। আর কাওয়াসাকি নিনজা 400-এর সর্বোচ্চ গতি 190 কিমি প্রতি ঘণ্টা। দুই বাইকের পার্থক্য খুবই কম। তবে অফার শুধু নিনজা 400 মডেলেই রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।