প্রিমিয়াম বাইকের তালিকায় কাওয়াসাকির নিঞ্জা ৫০০, দামে হার মানাবে চার চাকাকেও

Kawasaki Ninja 500

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দামের দিক থেকে হার মানাবে ছোট্ট চার চাকার গাড়িকেও। ভারতের বাজারে এল প্রিমিয়াম মডেলের এই বাইক কাওয়াসাকি নিঞ্জা ৫০০। বাইক নির্মাতা (Kawasaki Ninja 500) সংস্থাগুলি কিছুদিন ধরেই পারফরম্যান্স এবং প্রিমিয়াম মডেলের বাইক নির্মাণের উপর জোর দিচ্ছে আর ভারতের বাজারে ক্রমেই এই প্রিমিয়াম বাইকের চাহিদা ও জনপ্রিয়তা বেড়ে চলেছে। আর সেই ধারাতেই নতুন রূপে বাজারে এলো কাওয়াসাকির এই প্রিমিয়াম মডেল।

Kawasaki Ninja 500

এর আগে কাওসাকির আরও একটি প্রিমিয়াম মডেল গত বছর সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল। সেটির দাম ছিল এই মডেলটির থেকেও আরও অনেক বেশি। তবে যারা কাওয়াসাকি বাইক চালাতে পছন্দ করেন তাদের জন্য এবার মডেলের দামে (Kawasaki Ninja 500) কিছুটা স্বস্তি পাবেন গ্রাহকরা। প্রিমিয়াম মডেল হলেও কাওয়াসাকি নিনজা ৫০০ এর দাম এবার অনেকটাই সাধ্যের মধ্যে। ৫.২ লাখ টাকা দিলেই আপনার গ্যারাজে এসে যাবে কাওয়াসাকি এই নতুন বাইকটি । তবে দাম আগের মডেলের থেকে কমলেও এখনো ভারতের বাজারে ছোটখাটো একটি চার চাকার গাড়ির দামকে হার মানাবে কাওয়াসাকির এই বাইক।

নিনজা ৫০০ বাজারে এসে আগের নিনজা ৪০০ মডেলটির কথা ভুলিয়ে দেবে বাইক প্রেমিকদের। তবে এর কাটিং এবং সমস্ত ধরনের স্ল্যাশ একই থাকছে। যে কারণে এই বাইকটি ও নিনজা ৪০০-র মতই আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ লুকসম্পন্ন হতে চলেছে।

Aprilia RS457 মডেলটির সঙ্গে ভারতের বাজারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে কাওয়াসাকি নিনজা ৫০০। এতে আছে ৪৫১ সিসির ইঞ্জিন যা মূলত প্যারালাল টুইন ইঞ্জিন। এতে ৪৫ বি এইচ পি ক্ষমতা তৈরি হয়। বাইকটির ওজন ১৭১ কেজি। যেখানে Aprilia RS457 মডেলটির ওজন কিছুটা বেশি আর নিনজা ৪০০ মডেলের থেকে নিনজা ৫০০ মডেলের ওজন অনেকটাই বেশি।

নিনজা ৫০০-র সিটের উচ্চতা ৭৮৫ মিমি এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার। বাইকের ফিচারস এর মধ্যে রয়েছে এলইডি হেড লাইট, এলসিডি ডিসপ্লে তার সঙ্গে ব্লুটুথ সংযুক্ত, আসিস্ট এন্ড স্লিপার ক্লাচ, সিক্স স্পিড গিয়ারবক্স এবং সবশেষে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস।

বিশ্বের বাজারে এই বাইকের (Kawasaki Ninja 500) বিভিন্ন রঙের ভ্যারিয়েন্ট থাকলেও ভারতের বাজারে কাওয়াসাকি নিনজা ৫০০ শুধুমাত্র একটি অল ব্ল্যাক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বিশ্বের বাজারে এর সবুজ রঙের একটি রয়েছে। আশা করা হচ্ছে ভারতীয় কিছুদিনের মধ্যে সেই রঙের ভ্যারিয়েন্টটি চালু হবে।

দামের কথা বলতে গেলে নিনজা 400 বাইকটির দামের সঙ্গে নতুন এই নিনজা মডেলের দামে কোন ফারাক নেই। এর দাম একটি এলিমিনেটর ক্রুজারের থেকে কিছুটা কম।

ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে তবে আগামী মার্চ মাসের আগে বুকিং করা থাকলেও বাইক কিন্তু গ্রাহকেরা পাবেন না।