কমমূল্যে দুর্দান্ত বাইক নিয়ে হাজির কাওয়াসাকি

Kawasaki W175

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে Royal Enfield Bullet 350-র সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে এই বাইকটি। যেই গ্রাহকরা রেট্রো লুকের বাইক পছন্দ করেন, তাঁদের কাছে এই বাইকটি খুবই জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।

Kawasaki W175

ভারতের বাজারে একের পর এক নতুন বাইক লঞ্চ করে চলেছে জাপানের বাইক প্রস্তুতকারী সংস্থা কাওয়াসাকি। ইতিমধ্যেই ভারতীয় বাজারে এসেছে এই সংস্থার। ইতিমধ্যেই ভারতের বাজারে এসেছে এই সংস্থার দুটি সুপারবাইক। একটি Kawasaki Ninja Zx10R এবং অন্যটি Kawasaki Z900।

এই দুই সুপার বাইকের পর এবার মদ্ধবিত্তের সাধ্যের মধ্যেই একটি নতুন রেট্রো স্টাইলের বাইক আনতে চলেছে এই সংস্থা। নতুন এই বাইকটি Ninja Zx10R বা Z900-এর মতো একেবারেই দামী নয়। সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে এই বাইকটি। এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি ১৭৭ সিসির ইঞ্জিন। ভারতে যে সকল গ্রাহকরা একটু রেট্রো লুকের বাইক পছন্দ করেন, তাঁদের কাছে এই বাইকটি খুবই জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।

যদি রেট্রো লুকের বাইকে কথা বলতে হয়, তাহলে প্রথমেই আসে Royal Enfield-এর কথা। ভারতের বাজারে Royal Enfield-এর বাইকের চাহিদা বরাবরই তুঙ্গে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নিজেদের পুরনো Royal Enfield Bullet 350 বাইকটি ভারতের বাজারে ফিরিয়ে আনতে চলেছে এই সংস্থা। ফলে, Kawasaki-র W175 বাইকটি ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর যে Royal Enfield Bullet 350 বাইকটিকে জোর টক্কর দেবে তা বলাই বাহুল্য।

নতুন বাইকে থাকছে একটি ১৭৭ সিসির এয়ার কুলড ইঞ্জিন। এই বাইক থেকে আপনি পেয়ে যাবেন ১৩ HP-র পাওয়ার ও ১৩.২ NM-এর টর্ক। এছাড়াও এই বাইকে থাকছে পাঁচ স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স।

ভারতের রাস্তায় টেস্টিং-এর সময় বেশ কয়েকবার নজরে আসে এই বাইকটি। এই বাইকের সামনের দিকে আপনি পাবেন টেলিস্কোপিক ফর্ক ও পিছনে পাবেন টুইন শক অ্যাবজরভার। তবে নতুন এই বাইকে আপনি অ্যালয় হুইলের সুবিধে পাবেন না।

এই বাইকে আপনি পাবেন ১৭ ইঞ্চের স্পোক হুইল। তবে, বাইকের হেডল্যাম্পটি LED-র। নতুন এই বাইকটির ওজন থাকছে প্রায় ১৭৭ কেজি। মোট দুটি কালার অপশনে এই বাইকটি পেয়ে যাবেন আপনি। বাইকটিতে রয়েছে ৭৯০ mm-এর সিট হাইট ও ১৬৫ mm-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স।

ফেসবুকে গোপন ভিডিও ভাইরাল, সুইসাইড নোট লিখে আত্মহত্যা কলেজছাত্রীর

ডিজাইনের দিক থেকে নতুন এই বাইকটি অনেকটা Kawasaki-র পুরনো W800-র মতো। এই বাইকে থাকছে গোলাকার হেডল্যাম্প ও মিরর। তবে আমদানি নয়, ভারতের মাটিতেই তৈরি করা হবে এই বাইকটি। ফলে Kawasaki-র বাকি বাইকের তুলনায় এই বাইকটির দাম অনেকটাই কম হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।