ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সানা খান ২০২০ সাল থেকেই অভিনয় জগৎ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের ইতি টেনে তিনি ইসলাম ধর্ম চর্চাকারী মুফতি আনাস সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরই গণমাধ্যমকে জানান, এখন থেকে তিনি কেবল ধর্মের পথে চলতে চান এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই বড় পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেন সানা খান। তিনি জানান, ধর্মের পথে আসার পর নিজের ভেতরে আমূল পরিবর্তন অনুভব করছেন। ধীরে ধীরে মানুষ চিনতে শিখেছেন এবং জীবনের অনেক বাস্তবতা তার সামনে স্পষ্ট হয়েছে।
সানা খান বলেন, ২০২০ সালে অভিনয় ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বিনোদন জগতের অনেক পরিচিত মানুষ তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেন। তার ভাষায়, “অনেকে আর যোগাযোগ রাখেননি। তখন বুঝতে পারি, এসব সম্পর্ক আসলে সত্যিকারের ছিল না। যদি তারা প্রকৃত বন্ধু হতেন, তাহলে আমি যেভাবেই থাকি না কেন, আমার পাশে থাকতেন।”
একসময় ‘বিগ বস’ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া সানা খান ছোট ও বড়পর্দা—দুই মাধ্যমেই পরিচিতজন ও বন্ধুদের ঘিরে ছিলেন। কিন্তু ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে আসার পর তাদের কেউ আর খোঁজ নেননি বলেও জানান তিনি।
মুফতি আনাস সাঈদের সঙ্গে বিয়ে প্রসঙ্গে সানা খান বলেন, তাদের বিয়ের বিষয়টি শুরুতে সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। তার মা–বাবা ছাড়া আর কেউ বিষয়টি জানতেন না। এমনকি পাত্রের নামও কাউকে জানানো হয়নি।
তিনি আরও জানান, বিয়ের সময় আলপনা শিল্পী যখন তার হাতে নাম লেখার জন্য জানতে চেয়েছিলেন, তখন তাকেও তিনি নাম বলেননি। এই ঘটনাগুলোর মধ্য দিয়েই তার জীবনে ধীরে ধীরে বড় পরিবর্তন আসতে শুরু করে এবং তিনি নিজেকে একেবারে ভিন্ন একজন মানুষ হিসেবে আবিষ্কার করেন।
অভিনয় জগৎ থেকে সরে এসে ধর্ম ও মানবিকতার পথে নিজেকে উৎসর্গ করাকেই এখন জীবনের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন সাবেক এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


