কারাগারে বসেই প্রথম যে আদেশ জারি করলেন কেজরিওয়াল

কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : আদেশে কেজরিওয়াল শহরের পানি বিভাগকে সরবরাহ জোরদার করার জন্য ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে ট্যাঙ্কার বসানোর নির্দেশ দিয়েছেন। কারণ গ্রীষ্মের সময় রাজধানীতে পানির সমস্যা বেড়ে যায়।

কেজরিওয়াল

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় একটি নোটের মাধ্যমে আদেশটি পাঠানো হয় দিল্লির পানিমন্ত্রী অতীশির কাছে।

রবিবার ( ২৪ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে পানিমন্ত্রী অতিশী বলেন, যেসব এলাকায় পানির সমস্যা সেসব এলাকায় সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে আম আদমি পার্টি ঘোষণা দিয়েছে যে, মুখ্যমন্ত্রীর পদে কোনো পরিবর্তন আসবে না। প্রয়োজনে কারাগারে বসেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কেজরিওয়াল।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। পরদিন আবগারি (মদ) কেলেঙ্কারির ঘটনায় রাউস অ্যাভিনিউ আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৮ মার্চ পর্যন্ত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে নেয়ার নির্দেশ দেন।

ইডেনে ম্যাচ চলাকালীন ভাইরাল শাহরুখের ভিডিও, আবারও বিতর্কের ঝড়

এদিকে শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী সবাইকে সমাজের জন্য কাজ করে যাওয়ার এবং কাউকে ঘৃণা না করার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান ক্ষমতাসীন বিজেপি সদস্যদেরও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই বার্তাটি পড়ে শোনান তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল।