আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব নিয়ে সবচেয়ে বেশি সরব রয়েছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কিন্তু ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব ৪ হাজার মাইলেরও বেশি। এত দূর থেকেও কেন ইউরোপ নিয়ে ভাবে যুক্তরাষ্ট্র। সে উত্তর দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দেখা করেন।
পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গেই জো বাইডেন জানান কেন ইউরোপ নিয়ে ভাবে যুক্তরাষ্ট্র।
বাইডেন জানান, যুক্তরাষ্ট্রে স্থিতিশীলতা বজায় রাখতে হলে ইউরোপে শান্তির প্রয়োজন। ইউরোপ অশান্ত থাকলে সেটির প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রে। অশান্ত ইউরোপ যুক্তরাষ্ট্রের ক্ষতি করে।
এ ব্যাপারে বাইডেন বলেন, বিশ্বের অন্য প্রান্তগুলোতে যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়টি নির্ভর করে একটি ঐক্যবদ্ধ ইউরোপের ওপর, একটি নিরাপদ ইউরোপের ওপর।
তিনি আরও বলেন, আমরা শেষ দুটি বিশ্ব যু দ্ধ থেকে শিখেছি, যখনই আমরা ইউরোপের বাইরে থেকেছি, ইউরোপের স্থিতিশীলতা আনার ক্ষেত্রে দূরে থেকেছি তখনই সেটি আমাদের ওপর হানা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর হানা দিয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, আমি অনেকদিন ধরেই বলছি, একজন সিনেটর হিসেবে, বৈশ্বিক সম্পর্ক কমিটির সদস্য হিসেবে, ৮ বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ও বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে, ইউরোপের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু ইউরোপ নয় পুরো বিশ্বের স্থিতিশীলতাই যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।