ধান রক্ষায় ৬০ লাখ কিউলিয়া পাখি হত্যা করতে চায় কেনিয়া

ফসল খেয়ে নষ্টের অভিযোগে ৬০ লাখ রেড-বিলড কিউলিয়া পাখি হত্যার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। তবে এ কাণ্ড ঘটালে বাস্তুসংস্থান প্রভাবিত হয়ে মারাত্মক ব্পির্যয় সৃষ্টি হতে পারে। এছাড়া যে বিষ স্প্রে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা শুধু কিউলিয়া পাখিই নয়, বিপন্ন প্রজাতির র‍্যাপ্টরসহ অন্যান্য পাখির জন্যও মারাত্মক হুমকি তৈরি করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সোমালিয়া, ইথিওপিয়া ও … Continue reading ধান রক্ষায় ৬০ লাখ কিউলিয়া পাখি হত্যা করতে চায় কেনিয়া