ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বাস রোড এলাকায় ভূমিকম্পে একটি সাত তলা ভবন পাশের আরেকটি সাত তলা ভবনের ওপর হেলে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই ভবনের ভাড়াটিয়ারা বাসার নিচে অবস্থান নিয়েছেন।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৮ মিনিটে ভূমিকম্পে জিনজিরা বাসরোড এলাকার সাত্তার কসাইয়ের সাত তলা ভবনটি পাশের মো. ভুট্টো মিয়ার সাত তলা ভবনের ওপর হেলে পড়ে। এ সময় দুটি বাড়ির লোকজন জীবন রক্ষার জন্য দৌড়ে নিচে নামে অবস্থান নেন।
এ সময় হুড়োহুড়িতে কয়েকজন সামান্য আহত হন। এলাকাবাসীর দাবি, পাইলিং ছাড়া অনুমোদনহীন ভবন তৈরির ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘সাত্তার মিয়ার বাড়িটি ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়া ওস্তাগারের মাধ্যমে তিন তলা ফাউন্ডেশন দিয়ে ভবনটি নির্মাণ করেন। ভবনটি তিন তলা নির্মাণের উপযুক্ত হলেও সাত্তার কসাই ভাড়া পাওয়ার লোভে সাত তলা ভবন নির্মাণ করেন।
পাশের ভবনগুলো তার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ভবন তৈরির সময়ই তাকে বলা হয়েছিল তিনতলা ফাউন্ডেশনের ওপর সাত তলা ভবন তৈরি করা ঠিক হবে না।’
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, ভূমিকম্পে সাততলা ভবন হেলে পড়ার বিষয়ে তথ্য পেয়েছি। এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



