ডেস্কটপ, ল্যাপটপ আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করে থাকি। যে কোনও কম্পিউটারে কাজ করার সময় আমরা কিবোর্ড ব্যবহার করে থাকি। কিন্তু কাজ করতে গিয়ে তাতে থাকা কিছু বিশেষ বৈশিষ্ট্য আমাদের চোখ এড়িয়ে যায়। ভাল করে খুঁটিয়ে লক্ষ করলে দেখা যাবে, কিবোর্ডের ‘এফ’ এবং ‘জে’ এই দু’টি অক্ষরের নীচে একটি করে ছোট্ট দাগ থাকে। সেগুলির দৈর্ঘ্য এতটাই কম যে আমাদের নজর এড়িয়ে যাওয়া বিচিত্র কিছু নয়।
অনেকে আবার এই প্রতিবেদনটি পড়ার সময় কিবোর্ডে সেই দাগ খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। আবার অনেকে এই দাগ লক্ষ করলেও তার কার্যকারিতা কী তা জানেন না। কিবোর্ডে এগুলিকে রাখার একটি ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে। এগুলি ‘স্পর্শ নির্দেশিকা’ হিসাবে ব্যবহার করা হয়। কিবোর্ড ব্যবহারকারীদের নীচের দিকে না তাকিয়ে সঠিক অবস্থানে আঙুল স্থাপন করতে সাহায্য করে এই দাগ দু’টি। কম্পিউটার আসার আগে টাইপরাইটার যন্ত্রে পেশাদার টাইপিস্টদের কোনও ত্রুটি ছাড়াই দ্রুত টাইপ করতে হত। এটি করার জন্য তাঁদের আঙুলগুলিকে সঠিক ভাবে স্থাপন করতে হত।
বর্তমানে কম্পিউটারের সামনে বসে যাঁরা টাইপ করেন তাঁদের ক্ষেত্রেও তাই হয়। তাঁরা সাধারণত কিবোর্ড না দেখে দ্রুত টাইপ করেন, যা ‘টাচ টাইপিং’ নামে পরিচিত। ‘এফ’ এবং ‘জে’ বোতামের দু’টি দাগ, তাঁদের কিবোর্ডের দিকে না তাকিয়েই আঙুলগুলি কোথায় রাখতে হবে তা জানাতে সাহায্য করে। এই দাগ দু’টি কিবোর্ডের দিকে তাকানোর প্রয়োজন কমিয়ে দেয়। ব্যবহারকারীদের কিবোর্ডের দিকে তাকাতে হয় না। ফলে স্ক্রিনের দিকে মনোযোগ দিতে পারেন ও দ্রুত টাইপ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।