কিবোর্ড ব্যবহার করে ল্যাপটপ রিস্টার্ট করার উপায়

ল্যাপটপ রিস্টার্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেকেই অল্টারনেট ও এফ৪ বোতাম একসঙ্গে ব্যবহার করেন কোনো অ্যাপ বা গেইম আটকে গেলে দ্রুত বন্ধ করার জন্য। তবে, এ দুটি বোতাম ব্যবহার করেই একটি ল্যাপটপ রিস্টার্ট করা যায়।

ল্যাপটপ রিস্টার্ট

অনেক সময় ল্যাপটপ কাজ করা বন্ধ করে দিতে পারে, আটকে যেতে পারে। কিছু ক্ষেত্রে ল্যাপটপের টাচপ্যাডও নষ্ট হয়ে যেতে পারে।

এমন পরিস্থিতিতে ল্যাপটপ বন্ধ বা পুনরায় চালু করতে চাইলেও অনেকে পারেন না। এটি এড়ানোর জন্যই জানা দরকার কীভাবে শুধু কিবোর্ড ব্যবহার করেই একটি ল্যাপটপ রিস্টার্ট বা বন্ধ করবেন।

অল্টারনেট+এফ৪

অনেকেই অল্টারনেট ও এফ৪ বোতাম একসঙ্গে ব্যবহার করেন কোনো অ্যাপ বা গেইম আটকে গেলে দ্রুত বন্ধ করার জন্য। তবে, এ দুটি বোতাম ব্যবহার করেই একটি ল্যাপটপ রিস্টার্ট করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।

১. প্রথমে অল্টারনেট ও এফ৪ বোতাম একসঙ্গে চেপে চালু থাকা অ্যাপ বন্ধ করে নিন। যতক্ষণ না সব ফাংশন বন্ধ হচ্ছে ততবার অল্টারনেট+এফ৪ চাপুন। সব অ্যাপ বন্ধ হয়ে গেলে আরও একবার অল্টারনেট+এফ৪ চাপুন, এটি শাট ডাউন উইন্ডোজ মেনু চালু করবে।

২. কিবোর্ড এর ‘অ্যারো’ বা তীর চিহ্নের ওপরে চাপ দিয়ে ড্রপ-ডাউন মেনু থেকে ‘রিস্টার্ট’ অপশন বেছে নিন।

৩. এবারে ট্যাব বোতামে চাপতে থাকুন যতক্ষণ না ‘ওকে’ অপশনটি সিলেক্ট হচ্ছে। এ পর্যায়ে ‘এন্টার’ বোতাম চাপলেই ল্যাপটপ রিস্টার্ট হয়ে যাবে।

কন্ট্রোল+অল্টারনেট+ডিলিট

পুরনো কন্ট্রোল অল্টারনেট ও ডিলিট কমান্ড কমইউটিং ইতিহাসেই অন্যতম গুরুত্বপূর্ণ একটি কমান্ড। এটি কমিউটারকে হার্ড রিসেট করত। তবে, বর্তমানে এটি দরকারি একটি মেন্যু চালু করে। সেখান থেকে কয়েকটি বোতাম চাপ দিয়েই ল্যাপটপ রিসেট করা সম্ভব।

১. প্রথমে কন্ট্রোল, অল্টারনেট ও ডিলিট বোতাম একসঙ্গে চাপুন। এতে গ্রাফিকাল আইডেন্টিফিকেশন অ্যান্ড অথেনটিকেশন বা ‘জিআইএনএ’ স্ক্রিন চালু হবে, যেখানে কয়েকটি দরকারি অপশন পাবেন।

২. ট্যাব বোতাম চাপতে থাকুন যতক্ষণ না ‘ইন্ডিকেটর’ বা সূচক মধ্যের অপশনগুলো থেকে নিচের ডানদিকে ও সবশেষে ‘পাওয়ার’ বোতামে চলে যায়।

৩. ইন্ডিকেটর পাওয়ার বোতামের ওপরে আসলে কিবোর্ডের ‘অ্যারো’ বা তীর চিহ্ন বোতামে চাপ দিয়ে ‘রিস্টার্ট’ অপশন বেছে নিন ও এন্টার চাপুন।

আলু ও পেঁয়াজ নিয়ে বড় সুখবর দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

এভাবে সহজেই শুধু কিবোর্ড ব্যবহার করেই একটি ল্যাপটপ রিস্টার্ট করা সম্ভব।