জুমবাংলা ডেস্ক : বিরামপুর বাজারে আমদানি করা পেঁয়াজ আসায় একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা।
রবিবার (৫ জুন) বিরামপুরের প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও একদিন পর মঙ্গলবার (৬ জুন) বিরামপুর হাটগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মঙ্গলবার বিরামপুর শহরের হাটগুলো ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। আমদানির প্রভাবে ১০০ টাকা কেজি দরের দেশি জাতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী দামে ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
একবার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নোকিয়া
পাইকারি বিক্রেতা নূরুল ইসলাম জানান, দু’দিন আগে তিনি প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮২ টাকা দরে কিনেছেন। বাজারে দাম কমে যাওয়ায় তিনি লোকসান দিয়ে এবং আরও দাম কমে যাওয়ার আশঙ্কায় সেই পেঁয়াজ এখন হাটে এনে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।