বিনোদন ডেস্ক : প্রশান্ত নীল পরিচালিত ও কন্নড় অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ-২’ এ বছরের শুরুতে মুক্তির পরপরই বক্স অফিসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। কিন্তু চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা সম্প্রতি বলেছেন, হিন্দি চলচ্চিত্রশিল্পের কিছু লোক সিনেমাটি পছন্দ করেনি। তিনি ‘কেজিএফ : চ্যাপ্টার ২’কে একটি যুক্তিহীন সিনেমা উল্লেখ করে বক্স অফিসে এটি সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ায় তাঁর ক্ষোভও প্রকাশ করেছেন।
বলিউড হাঙ্গামার সঙ্গে একটি নতুন সাক্ষাৎকারে ভার্মা বলেন, ‘‘বলিউডে কেউ এটি পছন্দ করেনি এবং এ রকম একটি সিনেমার বিশাল সাফল্যের পরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি কী করবে, সেটা নিয়েই তারা বিভ্রান্ত হয়ে পড়েছে।
বলিউডের একজন খুব বড় পরিচালক আমাকে বলেছিলেন, ‘রামু, আমি এটি পাঁচবার দেখার চেষ্টা করেছি; কিন্তু আমি আধাঘণ্টার বেশি দেখতে পারিনি। ’ এরপর তিনি তাঁর পরবর্তী ছবির চিত্রনাট্যের কাজ শুরু করেন। ’’
রাম গোপাল ভার্মা আরো বলেন, হলিউডে একটা লাইন আছে, ‘আপনি বিষয়বস্তু নিয়ে তর্ক করতে পারেন, কিন্তু সাফল্য নিয়ে তর্ক করতে পারবেন না! অতএব, আপনি এটি পছন্দ করুন বা না করুন, আপনি এটির সাফল্যকে উপেক্ষা করতে পারবেন না। ’
চলচ্চিত্র নির্মাতা যশের অভিনয়কে ভার্মা ‘ভূত’ বলে আখ্যায়িত করেছেন, যা ‘বলিউডে ঘোরাফেরা করছে’। ‘কেজিএফ-২’ সম্পর্কে তিনি তাঁর মতামত প্রকাশ করে বলেন, এটিকে সত্তরের দশকের অমিতাভ বচ্চনের অ্যাকশন সিনেমাগুলোর মতো লেগেছে।
সিনেমাটি কেমন লাগল সে প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘সিনেমাটি আমার ভালো লাগেনি এমনটা নয়। আমি সঠিক শব্দ বলতে পারছি না। তবে আমি বলব, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ’
‘কেজিএফ-২’ সর্বকালের বৃহত্তম কন্নড় চলচ্চিত্রই নয়, এটি ২০২২ সালের সবচেয়ে আয়কারী ভারতীয় চলচ্চিত্রও। সিনেমাটি ১৪ এপ্রিল মুক্তি পায় এবং বক্স অফিসে ঝড় তোলে। বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকারও বেশি আয় করেছে ‘কেজিএফ-২’।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।