বিনোদন ডেস্ক : মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে সুনামি অব্যাহত রেখেছে কন্নড় সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার ২’।
প্রেক্ষাগৃহে প্রথম দিনেই বেশ কিছু নজির গড়ে ফেলেছে এই ছবি৷ হিন্দি ভাষায় প্রথমদিনেই ‘কেজিএফ:২’ ব্যবসা করেছে প্রায় ৫০ কোটি রুপি৷
শুধু হিন্দি বলয়ের কথা মাথায় রাখলে রাজমৌলির ‘আরআরআর’-কেও পেছনে ফেলে দিয়েছে এই ছবি ৷ কারণ হিন্দি ভার্সনে প্রথম দিন ‘আরআরআর’ আয় করেছিল মাত্র ১৯ কোটি ৷
শুধু হিন্দিই নয়; সব ভাষাতেই জয়জয়কার ‘কেজিএফ: ২’। সিনেমাটির এমন আকাশচুম্বীর সাফল্যের পর অনেক অনুরাগীরাই আশায় বুক বাঁধতে শুরু করেছেন ‘কেজিএফ’-এর তৃতীয় পর্বের জন্য ৷
এর পেছনে যুক্তিযুক্ত কারণও নিহিত। ‘কেজিএফ: ২’ দেখার পর দর্শকরা বলছেন পরিচালক প্রশান্ত নীল কাহিনির সম্পূর্ণতা দেননি। যা থেকে তৃতীয় পর্বের আভাস মিলছে৷
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতেও তুমুল আলোচনা চলছে।
কেন ‘কেজিএফ: ৩’ নির্মাণ করা হবে তার যুক্তি তুলো ধরছেন সিনেপ্রেমীরা।
অনেকেই বলছে, সিনেমায় রকির জন্য জীবন দেওয়া কেজিএফের এক তরুণের মৃত দেহ দেখানো হলেও তার মুখ দেখানো হয়নি। হয়তো পরের পর্বে তাকে নিয়ে আবর্তিত হবে।
আবার অনেকেই বলাবলি করছেন, প্রশান্ত নীলের নতুন সিনেমা ‘সালার’-এর সঙ্গে ‘কেজিএফ’র সংযোগ আছে। এমনও হতে পারে, সালারকে রকির শিষ্য হিসেবে দেখা যাবে। কেজিএফ থেকে উত্তোলন করা বিপুল স্বর্ণ দিয়ে নতুন এক সাম্রাজ্য গড়ে তোলে রকি। সেটাই সামলাবে সালার। যার ভূমিকায় থাকবেন প্রভাস।
সিনেপ্রেমীদের এমন ধারণাকে উড়িয়ে দিচ্ছেন না ভারতের সিনেবিশ্লেষকরাও।
বলিউডের খ্যাতিমান সিনে বিশ্লেষক তরণ আদর্শ ‘কেজিএফ ২’ দেখার পর রিভিউতে জানান, সিনেমাটির তৃতীয় পার্ট আসছে।
তবে মূল জায়গা থেকে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
এর আগে নিজের কেজিএফ বানানোর কথা বলতে গিয়ে প্রশান্ত জানিয়েছিলেন, যশই প্রথম এটিকে প্যান ইন্ডিয়া বিগ প্রজেক্ট হিসেবে ভেবেছিলেন ৷ তিনি বলেছিলেন, একমাত্র ব্যক্তি যার এই দূরদৃষ্টি ছিল তিনি যশ । আমরা এটিকে একটি ছোট কন্নড় প্রজেক্ট হিসাবে শুরু করেছিলাম এবং আজ ছবিটি সত্যিই বিশাল ৷ তাই প্রত্যাশাও অনেক বেশি ৷
উল্লেখ্য, কেজিএফ তুলে ধরে দরিদ্র বস্তি থেকে উঠে আসা রকির কর্নাটকের কোলার গোল্ড ফিল্ডসের (কেজিএফ) ‘বিজনেস ব্যারন’ হয়ে ওঠার গল্প ৷
প্রথম পর্বে দেখানো হয়, রকির দারিদ্রতা এবং উত্থানের কাহিনি। দ্বিতীয় পর্বে দেখানো হয় কেজিএফে কীভাবে নিজের রাজত্ব চালায় রকি৷
দর্শকদের প্রশ্ন, দ্বিতীয় পর্বে সাগরে ডুবে যাওয়া বিপুল পরিমাণ সোনার বিস্কিটের কোনো সুরাহা হবে না?
সবমিলিয়ে নির্মাতা প্রশান্ত নীল কবে এই খবর অফিসিয়ালি দেন তার জন্যই এখন অপেক্ষা সবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।