বিনোদন ডেস্ক : কেজিএফ এর বিয়েবাড়িতে ঢোল বাজাচ্ছেন। অন্যান্যদের সঙ্গে তাকে বিয়েবাড়িতে ঢোল বাজাতে দেখা গিয়েছে। সেই নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। KGF এর রকি ভাইয়ের ঢোল বাজানো দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। KGF এর পার্ট ২ ইতিমধ্যেই সুপার ডুপার হিট হয়েছে। কিন্তু, আচমকা রকি ভাই বিয়েবাড়িতে ঢোল বাজাচ্ছেন কেন? এই নিয়েই শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
KGF এর Yash কে নিয়ে আবার হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রকি ভাই সোনালি রঙের সিকোয়েন্স ওয়ার্ক পোশাক পরা এবং অনুষ্ঠানে ঢোল বাজাচ্ছেন। ‘কেজিএফ চ্যাপ্টার 2’ রিলিজের পর থেকেই সেই সিনেমার গান এবং ডায়লগ ভাইরাল হয়ে চলেছে। ভক্তরা ‘রকি ভাই’কে সবরকমভাবে নকল করার চেষ্টা করে চলেছেন। তাঁর মতো দাড়ি এবং হেয়ারস্টাইল করতে দেখা গিয়েছে অনেককে কিন্তু, এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ‘কেজিএফ’ ভক্তরা প্রশ্ন করছেন- রকি ভাই, কোন লাইনে এসেছেন? আসলে, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে বিয়েতে ঢোল বাজাচ্ছেন। কিন্তু, চমকে দেওয়া ব্যাপার হল তাকে দেখতে হুবহু যশ অর্থাৎ রকির মত দেখতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। thelosttravellerr নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে, ওই ব্যক্তি একটি সোনালি রঙের সিকোয়েন্স ওয়ার্ক পোশাক পরা। তিনি বিয়েবাড়িতে ঢোল বাজাচ্ছেন। এক মুহুর্তের জন্য কেজিএফ ভক্তরা তাকে ‘রকি ভাই’ বলে ভুল করে ফেলে। কিন্তু, লোকটিকে ভালো করে দেখলে বোঝা যায় যে, তিনি অভিনেতা যশ নন। আচমকা তাকে দেখলে যশের মতোই লাগছে। তাঁর পোশাক থেকে শুরু করে চুলের সাজ সবক্ষেত্রেই ব্যক্তিটি যশকে ভালোভাবে কপি করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও এখনও পর্যন্ত ৭৪,০০০ এর বেশি ভিউ এবং ৩,০০০ লাইক পেয়েছে। ভাইরাল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে – কেজিএফ দেখা গেছে। কেজিএফ ফিল্মের প্রথম অধ্যায় ২০১৮ সালে এসেছিল এবং তারপর থেকে লোকেরা অধীর আগ্রহে এর দ্বিতীয় অংশের জন্য অপেক্ষা করছিল। ছবির গল্প, অ্যাকশন এবং অভিনয় সবই তুমুল জনপ্রিয়তা লাভ করে। প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে অভিনেতা যশ বড় পর্দায় ‘রকি ভাই’ এমনভাবে বেঁচে ছিলেন যে, ভক্তদের মধ্যে তিনি ‘রকি ভাই’ হয়ে ওঠেন। এক নজরে দেখে নিন ভাইরাল সেই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।