বিনোদন ডেস্ক : বলিউডের তারকা জুটি রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে যখন সবাই ব্যস্ত সময় পার করেছিলো তখনই ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড় তোলে কন্নড় সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ (KGF Chapter 2)। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুক্তিপ্রাপ্ত কন্নড় এ সিনেমা মুক্তির প্রথম দিনে হিন্দি বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে। পিছে ফেলে দিয়েছে ভারতে সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ও ‘আরআরআর’কে।
ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ মুক্তি পেয়েছে ১৪ এপ্রিল। প্রি বুকিংয়ে ‘আরআরআর’-কে টপকে গেছে ‘কেজিএফ টু’। ভারতে অগ্রিম বুকিং থেকে ‘কেজিএফ টু’ আয় করেছে ৬৫.১০ কোটি রুপি এবং ‘আরআরআর’ আয় করেছিলো ৫৮.৭৩ কোটি রুপি।
এর আগে, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের থিয়েটার রাইটস বিক্রি হয়েছে ৩৪৫ কোটি রুপিতে। কর্ণাটকে অ্যাকশনধর্মী এই সিনেমার প্রি-রিলিজ ব্যবসা ১০০ কোটি রুপি, অন্ধ্র প্রদেশ ও তেলাঙ্গানায় ৭৮ কোটি রুপি, তামিলনাড়ুতে ২৭ কোটি রুপি, হিন্দি ভার্সন থেকে ১০০ কোটি রুপি এবং দেশের বাইরে থিয়েটার রাইটস বিক্রি হয়েছে ৩০ কোটি রুপিতে।
হিন্দি বেল্টে মুক্তির দিনে অগ্রিম টিকেট বিক্রি থেকে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র আয় ৩১ কোটি রুপি। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ অর্থাৎ রকি ভাই মুখোমুখি হয়েছেন এবার খলনায়ক সঞ্জয় দত্ত অর্থাৎ আধীরার সঙ্গে। আধীরার চরিত্রে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত।
এদিকে, বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্য অনুসারে, প্রথম দিনে এই সিনেমা আয় করেছে ১৩৩-১৩৫ কোটি রুপি। যদিও এই সিনেমার বাজেট ছিলো ১০০ কোটি রুপি। আর প্রথম দিনেই বাজেটের চেয়ে বেশি আয় করলো এই সিনেমা।
জানা গেছে, হিন্দি বক্স অফিসে আগের সমস্ত রেকর্ড ভেঙ্গেছে কন্নড় সিনেমা ‘কেজিএফ-টু’। প্রথম দিনে আয় করেছে ৫৩.৯৫ কোটি রুপি। এর আগে, হিন্দি বক্স অফিসে সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪১ কোটি রুপি। এছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া ‘ট্রিপল আর’ সিনেমাটি প্রথম দিনে আয় করে প্রায় ২০ কোটি রুপি। তাহলে বোঝাই যাচ্ছে পরিচালক এস এস রাজামৌলিরও রেকর্ড ভেঙ্গে দিলেন কন্নড় পরিচালক প্রশান্ত নীল।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিলো। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে এবার সিনেমাতে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন এবার কন্নড় অভিনেতা ইয়াশ।
‘একটি পয়সাও দেব না’, সোনাক্ষীকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেন তাঁর বাবা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।