বিনোদন ডেস্ক: বহুল প্রতিক্ষার পর মুক্তির পর থেকে ভারতের বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র তুফান চলছে। আন্তর্জাতিক বাজারেও খুব ভালো সংগ্রহ করছে সিনেমাটি। এরই মধ্যে ৫০০ কোটির ক্লাব ছুঁয়েছে। বক্স অফিসে থেমে নেই জয়রথ। ভক্তরা ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার সংলাপ আউড়ে বলছে, ইয়াশের রকি ভাই ‘ঝুকেগা নেহি সালা’।
গত ১৪ এপ্রিল ভারতের কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমা মুক্তি পায়। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকম জানিয়েছে, পাঁচ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০০ কোটি রুপির বেশি (গ্রস) সংগ্রহ করেছে সিনেমাটি। গতকাল সোমবার সিনেমাটি সংগ্রহ করে প্রায় ৬০ কোটি রুপি। পোর্টালটির হিসাবে পাঁচ দিনে মোট সংগ্রহ ৬১৭.৪৫ কোটি রুপি (গ্রস)।
কইমই ডটকমের খবর, গতকাল সোমবার সিনেমাটির হিন্দি ভার্সন সংগ্রহ করেছে ২৪ থেকে ২৬ কোটি রুপি। সেই হিসাবে পাঁচ দিনে হিন্দি ভার্সনের সংগ্রহ ২১৭.৯৯ থেকে ২১৬.৯৯ কোটি রুপি।
খবরে প্রকাশ, প্রভাসের ‘বাহুবলি টু’র রেকর্ড ভেঙেছে ‘কেজিএফ টু’। হিন্দি ভার্সনে ২০০ কোটি রুপি অতিক্রম করতে ‘কেজিএফ টু’র লেগেছে পাঁচ দিন আর ‘বাহুবলি টু’র লেগেছিল ছয় দিন।
বিশ্বব্যাপী তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম ও কন্নড় ভাষায় রেকর্ড ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, যেখানে শুধু ভারতের ছয় হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। করোনা-পরবর্তী সময়ে যা রেকর্ড।
ফিল্মিবিট ডটকমের খবর, ১০০ কোটি বাজেটের ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তির আগেই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি করে ব্যবসা করেছে ৩৪৫ কোটি রুপি।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel