বিনোদন ডেস্ক: প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপটার ২ (KGF-2), ইতিমধ্যেই বেশ কয়েকটি ইতিহাস গড়ে তুলেছে। ছবির আয় প্রায় কয়েক কোটি টাকা। এই সিনেমার প্রধান নায়ক হলেন যশ এবং প্রধান খলনায়ক হলেন সঞ্জয় দত্ত। এই সিনেমাতে রমিকা সেনের ভূমিকায় অভিনয় করেছেন রবীনা ট্যান্ডন। আয়ের দিক থেকে বহু সিনেমাকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে এই সিনেমা। কোন কোন রেকর্ড গড়ে তুলতে পেরেছে সিনেমা চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
কেজিএফ চ্যাপটার ২ বিশ্বব্যাপী ভারতের চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসাবে নিজেকে প্রমাণিত করেছে। কেজিএফ চ্যাপটার ২ সিনেমার পরে রয়েছে দঙ্গল, বাহুবলী টু এবং আর আর আর।
সিনেমাটিক কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির এখনো পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী সপ্তাহে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি এখন রয়েছে এই সিনেমার ঝুলিতে। উদ্বোধনী দিনে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রের শিরোনাম অর্জন করেছে এই সিনেমা।
যশ এবং সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমা মহামারীর পরের সব থেকে বেশি উপার্জনকারী হিন্দি সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছে। অগ্রিম বুকিং এর দিক থেকেও সবথেকে বেশি এগিয়ে রয়েছে এই সিনেমা।
এই সিনেমাটি আঞ্চলিক সিনেমার অনেক রেকর্ড ভেঙে ফেলেছে।সিনেমাটি ওড়িশার প্রথম চলচ্চিত্র যা,১০ কোটি টাকা রোজগার করেছে। কেরালার দ্রুততম ৫০ কোটি উপার্জনকারী চলচ্চিত্র হিসেবে প্রমাণিত হয়েছে সিনেমা।
প্রসঙ্গত, মাত্র ১৫ দিনে এই সিনেমা এতগুলি রেকর্ড ভেঙে ফেলতে পেরেছে। আরো কিছুদিন পরেই সিনেমা যে আরও বেশ কয়েকটি রেকর্ড ভেঙে ফেলবে বা নতুন রেকর্ড গড়ে তুলতে পারবে তা বলাই বাহুল্য।
বিয়ের মাত্র ১ মাসের মাথায়ই সুখবর, শিগগিরই মা হতে পারেন আলিয়া ভাট!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।