বিনোদন ডেস্ক : উন্মাদনার পারদ চড়িয়ে ভারতের দক্ষিণি কন্নড় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার টু’ এখন বিশ্ব মাতাচ্ছে। বিশ্ব জুড়েই উঠেছে কেজিএফ তুফান। সে তুফানের আঁচ এশিয়ার ছাঁচ পেরিয়ে ছুঁয়েছে ইউরোপের মন।
একসময় ব্রিটিশরা শাসনে-শোষণে ভারত কাঁপিয়েছে, ইংরেজদের সিনেমাও এখনও ভারত কাঁপায়। তবে বিশ্বায়নের যুগে আধিপত্যের পাল্টা আক্রমণও শুরু। এবার ভারতের কেজিএফ ঝড়ে কাঁপছে ব্রিটিশ দুনিয়া।
কেজিএফ দুলুনিতে এখন দোল খাচ্ছে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যান সিটিও নাম লিখিয়েছে ‘কেজিএফ’ ভক্তদের তালিকায়। আকাশী নীলরা এবার তাদের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে। আর সেখানেই কেজিএফ ঝলক। ক্লাবের তিন তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান ও ফিল ফোডেনের নামের প্রথম অক্ষর দিয়ে বানানো হয়েছে সিটিজেনদের ‘কেজিএফ’ দল। ছবির ক্যাপশনে বড় করে লেখা, ‘আমাদের নিজস্ব কেজিএফ!’
সিনেমাটি বক্স অফিসে এক সপ্তাহ পেরোনোর আগেই ৬৪৫ কোটি রুপি ঘরে তুলেছে। সপ্তাহ শেষে পেরিয়ে যেতে পারে হাজারের ঘরও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।