বিনোদন ডেস্ক : ‘কেজিএফ ২’ ঝড়ে কাঁপছে ভারতের সিনেমা অঙ্গন। মুক্তির পর মাত্র সাতদিনে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে এটি। হিন্দিতে ‘বাহুবলী ২’ ও ‘দঙ্গল’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে।
এর মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘কেজিএফ ২’র শো চলাকালীন সিনেমা হলের ভেতরেই চলল গুলি। তাতে এক দর্শক আহত হয়েছেন। জানা গেছে, ‘কেজিএফ ২’ সিনেমার মূল অঞ্চল অর্থাৎ কর্ণাটকে এই ঘটনা ঘটেছে।
সেখানকার ‘রাজশ্রী’ সিনেমা হলে বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বসন্ত নামের এক যুবক। তবে তিনি অন্য আরেকজনের সিটে পা তুলে আরাম করে সিনেমা দেখছিলেন।এটা মেনে নিতে পারেননি ওই সিটের ব্যক্তি।
তিনি বসন্তকে নিষেধ করেন। কিন্তু পা সরাতে নারাজ বসন্ত। এক পর্যায়ে হলের ভেতরেই তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর হল থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। সবাই ভেবেছিল, ঘটনা শেষ। এবার সিনেমা দেখা যাক নিশ্চিন্তে।
কিন্তু কিছুক্ষণ পর হঠাত ওই ব্যক্তি বন্দুক নিয়ে সিনেমা হলে প্রবেশ করেন এবং গুলি ছোঁড়েন। প্রথমে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলি ওই যুবক অর্থাৎ বসন্তের গায়ে আঘাত হানে।এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে।
কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে বসন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, তিনি এখন শঙ্কামুক্ত। অন্যদিকে যে ব্যক্তি গুলি চালিয়েছেন, তাকে খোঁজা শুরু করেছে পুলিশ। তিনি কোথায় বন্দুক পেয়েছেন, পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, এসবের তদন্ত চলছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.