আলোচনার তুঙ্গে থাকা সিনেমা ‘কেজিএফ’ এর দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে গত ১৪ এপ্রিল। মুক্তির পর বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ইয়াশ অভিনীত এ সিনেমা। সবখানে চলছে ছবিটির প্রশংসা। মুক্তির মাত্র দু’দিনে ১০০ কোটির গণ্ডি পার করেছে চ্যাপ্টার ২।
এত বাঁধ ভাঙা সাফল্য যে ছবির, সেই ছবির প্রধান সম্পাদক (এডিটর) মাত্র ১৯ বছরের এক কিশোর! নাম উজ্জ্বল কুলকার্নি। ছবিতে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন পরিচালক প্রশান্ত নীল তা নিখুঁতভাবে পর্দায় তুলে ধরেছেন এই কিশোর। তার গল্পটিও যেন আরেক সিনেমা।
আর এটি ঘটেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। জনপ্রিয় ছবির ফ্যান মেড ট্রেলার তৈরি করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে পোস্ট করতেন উজ্জ্বল। সেই ধারাবাহিকতায় ‘কেজিএফ’র একটি ফ্যান মেড ট্রেলার বানিয়েছিল তিনি। আর সেটি চোখে পড়ে যায় পরিচালকের। ট্রেলারটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সম্পাদনার গুরু দায়িত্ব প্রশান্ত তুলে দেন উজ্জ্বলের কাঁধে। এতটাই আত্মবিশ্বাস ছিল যে, তাকে করে দেওয়া হয় প্রধান এডিটর। কোন দৃশ্যে কাঁচি চলবে, কোন দৃশ্যের পর কোন দৃশ্য জোড়া হবে- সবটাই সিদ্ধান্ত নিয়েছে এই কিশোর।
আর মুক্তির পর এটুকু বোঝা গেছে পরিচালক ভুল সিদ্ধান্ত নেননি। অভিজ্ঞতা নয়, প্রতিভাই আসল- ফের বুঝিয়ে দিলেন উজ্জ্বল।
‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রাবিনা ট্যান্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রামিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।