জুমবাংলা ডেস্ক : খাবার টেবিলে অজগরের সাপের দিকে এক সময়ে খাবার এগিয়েও দিলেন এক তরুণী। অজগর মাথা নাড়িয়ে এগিয়ে গেল কিছুটা। কিন্তু বাকিটা জানতে হলে ভাল ভাবে দেখতে হবে ওই ভিডিও।
কালোর উপর হলুদ চাকাচাকা দাগ লম্বা হিলহিলে শরীরটায়। পুরোটাই কুণ্ডলী পাকিয়ে রয়েছে খাবারের টেবিলের এক পাশে। টেবিলে নৈশাহারের আসর। হরেক কিসিমের খাবার সাজানো। তবে তাতে তার মন নেই। সরু মাথাটা নিয়ে টেবিলের পাশে বসা দুই তরুণীর মুখের কাছে ক্রমশ এগিয়ে আসছে সে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওর মূল আকর্ষণ ওই হিলহিলে শরীরের, কালো হলুদ ছোপছোপ অজগর। তবে এই অজগর একেবারেই তেড়ে আসছে না। বরং কিছুটা আদর খাওয়ার ভঙ্গিতেই দুলে দুলে এগিয়ে আসছে টেবিলে নৈশাহারে বসা দুই তরুণীর কাছে। অবশ্য তাঁরা খেতে এতই ব্যস্ত যে অজগরের দিকে তাকানোর সময়ই পাচ্ছেন না।
ভিডিওটি রেকর্ড করা হয়েছে সম্ভবত কোনও রেস্তরাঁয়। তবে সেই রেস্তরাঁটি পৃথিবীর কোন প্রান্তে তা ভিডিও দেখে আন্দাজ করা যায় না। তাঁদের মুখের আদল দেখে মনে হচ্ছে এশিয়ারই কোনও দেশের রেস্তরাঁর দৃশ্য।
ইদানীং কোনও একটি বিশেষ ভাবনাকে ঘিরে থিম রেস্তরাঁ তৈরি হচ্ছে। তবে ভিডিওর রেস্তরাঁটি তেমন নয়। আর একটু খেয়াল করলে দেখা যাবে অজগরটিও আসল নয়। সাপটি মোবাইলের অ্যানিমেশন ফিল্টারের চমক। যা হঠাৎ দেখলে সত্যি বলে মনে হতে পারে ঠিকই।
কিন্তু একটু ভাল করে নজর করলেই আসল নকলের ফারাক ধরা পড়ে। ইন্টারনেটে অবশ্য সেই ফারাক বুঝে হোক বা না বুঝে, ভিডিওটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার সত্যি সত্যিই ভয় পেয়ে লিখেছেন, ‘‘আমার বাবা দরকার নেই এমন ডিনারের। প্রাণ বাঁচলে তবে না খাবার!’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।