অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, দেশ বর্তমানে এক সংকটময় অবস্থার মধ্যে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, “আমরা এখন ঠিক খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। দেশকে যেন আর খাদে পড়ে যেতে না হয়, সে জন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, অতীতের বিভিন্ন শাসনামলে দেশের প্রায় সব খাতেই ব্যাপক ক্ষতি হয়েছে। সেই প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের সাহসী আন্দোলন ও আত্মত্যাগ দেশকে একটি নতুন সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট–২০২৬ উপলক্ষে আয়োজিত ভোটের গাড়ি ক্যারাভান ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নুরজাহান বেগম।
উপদেষ্টা বলেন, সঠিকভাবে ভোট প্রয়োগ না করা হলে অতীতের অনিয়ম ও দুঃশাসন আরও কঠোর রূপে ফিরে আসতে পারে। তিনি বলেন, “ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও একটি সুবিচারপূর্ণ সমাজ গড়ে তুলতে হলে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কোন জেলা থেকে কতটি ‘হ্যাঁ’ ভোট পড়ছে, সেটিও আমরা পর্যবেক্ষণ করছি।”
দেশজুড়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিদ্যমান অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব খাতের উন্নয়নে সক্ষম, সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


