জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।
নিহতরা হলেন- সাইফ পাওয়ারটেকের প্রজেক্ট কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, একটি কল সেন্টারে কর্মরত আকলিমা রহমান এবং রেস অনলাইন নামে একটি প্রতিষ্ঠানের সেলস ইনচার্জ হাসনা হেনা।
এছাড়া ভবনটি থেকে ৩ নারীসহ ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সাথে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিবির উদ্ধারকারী দল। পরে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানিয়ে বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।