জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে তারা মারা যান।
তারা হলেন কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
পুলিশ জানিয়েছে, তিন বন্ধু মোটরসাইকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় খেজুরের রস খেতে যাচ্ছিলেন। ভোরের কুয়াশায় ঢেকে থাকা রাস্তা দিয়ে চলার সময় হিরণ্যকান্দি এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দীপু ও বিশাল নিহত হন। আহত হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।