ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা মাদানী এভিনিউয়ের মসজিদে এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে দেশের একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
জানা গেছে, বিয়েতে মিষ্টি মুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাওয়ানো হয়েছে। তবে তার বরের নাম কিংবা পরিচয় এখনই জানাতে রাজি নন অভিনেত্রী।
২০১৯ সালে তিনি হারুনুর রশিদ অপু নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। তবে বেশিদিন টেকেনি সে সম্পর্ক। ২০২০ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ : পুলিশের মামলায় ২২শ আসামি
প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। সে সময় দেশের একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরও প্রচার করা হয়। শোনা যায়, পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।