বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ২০০৩ সালে ভারত বিশ্বকাপের ফাইনালে পৌছায়। লেখার মাঠ ছেড়ে বহুদিন ধরে টিভি রিয়েলিটি-শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। শোবিজ অঙ্গনে বেশ সুপরিচিত তিনি। এবার বড় পর্দার অভিনেতাদের সঙ্গে স্কিন শেয়ার করলেন বাংলার ‘মহারাজা’।
সম্প্রতি জানা গেছে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিনেমার শুটিং করছেন সৌরভ। ব্যাট-বলে ঝড় তোলা মহারাজ ক্যামেরাতেও বেশ সাবলীল। এবার জার্সি কিংবা সুট কোট নয় ‘দাদা’কে দেখা যাবে উর্দি পরা পুলিশ অফিসারের চরিত্রে।
ওয়েব সিরিজের প্রোমো ভিডিওতে দেখা গেছে, খাকির কাস্টিং চলছে। হঠাৎ পুলিশের পোশাক পরে সেখানে হাজির হন সৌরভ। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বাংলাকে নিয়ে শো বানাচ্ছেন, আর দাদাকে ডাকলেন না?”
এরপর তাকে চরিত্র বোঝাতে থাকেন পরিচালক অয়ন সেনগুপ্ত। তিনি বলেন, ‘আপনি একজন সৎ পুলিশ অফিসার, চোখেমুখে রাগ দেখাতে হবে।’ পরিচালকের কথা মতো শট দিতে শুরু করেন তিনি। এরপরই তার মনে পড়ে গ্রেগ চ্যাপেলের চেহারা। তাকে দেখে এমন রাগ দেখান যে সেট কেঁপে ওঠে ।
প্রোমো ভিডিওতে আরও দেখা গেছে পরিচালক শর্ত দেন, মাত্র ৮ সেকেন্ড অ্যাকশন করতে হবে। তারপরই এন্টি নিতে দেখা যায় টলিউডের সুপারস্টার জিৎকে। তার অ্যাকশন দেখে ঘাবড়ে যান বাংলার ‘মহারাজা’। তখন শঙ্কিত কণ্ঠে দাদা বলেন, ‘অভিনয় নয়, ‘খাকি’র প্রচার করবেন তিনি।’
ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ সৌরভের ‘কমিক সেন্স’-এর প্রশংসা করেছেন। কেউ আবার কটক্ষ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।