খালেদা খালেদা জিয়া জীবনের মাত্র ২৫ শতাংশ সময় তিনি ক্ষমতায় ছিলেন, অবশিষ্ট ৭৫ শতাংশ সময় তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত স্থানীয় বিএনপি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন, কিন্তু কোনো আপস করেননি। তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন। শেখ হাসিনা মিলিয়েছেন, আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া হাত মেলাননি।
১/১১ এর সময় ও অনেকে আপস করেছেন কিন্তু তিনি করেননি। আমাদেরকেও অনেক লোভ দেখানো হয়েছিল। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন। কিন্তু আমি আপস করিনি। কারণ আমরা দেশনেত্রীর কাছ থেকে আপসহীনতা শিখেছি।’
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওযয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


