সুয়েব রানা : মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সুহাগ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ জুমার নামাজের পর দুপুর ১২টায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের রুহের মাগফিরাত কামনাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শৃঙ্খলা বজায় রেখে কবর জিয়ারতের স্থানে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং রুহের মাগফিরাত কামনা করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের প্রতি ভালোবাসা ও দলের প্রতি দায়বদ্ধতা থেকে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পালন করে থাকে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল ইসলাম, যুবদলের সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা যুবদলের সদস্য ধুধু খন্দকার, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দল নেতা লিটু, জাহিদ হাসান আকমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ, যুবদল নেতা মজনু আহমদ, হালিম আহমদ বাবলু, জব্বার আহমদ, আতাউর রহমান (আতাই), উপজেলা ছাত্রদল নেতা, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও আব্দুল মন্নান, সিলেট জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল আহমদ এবং চিকনাগোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আহমদসহ আরও অনেকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রদ্ধা, শৃঙ্খলা ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


