তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া নারী সমাজকে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে গেছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

রবিবার (১৮ জানুয়ারি) কটিয়াদী উপজেলার স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের কল্যাণে যে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তাকে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি দেশের জনগণকেই নিজের পরিবার মনে করে আপসহীন অবস্থান বজায় রেখেছেন।
তিনি আরও বলেন, ‘তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এত প্রতিকূলতা ও ব্যক্তিগত বেদনার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে গেছেন।’
বিএনপি প্রার্থী আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করবেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দক্ষ জনশক্তি গড়ে তোলা, ফ্যামিলি কার্ড চালু করা এবং ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা প্রদান করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


