জুমবাংলা ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রায় দুই ঘণ্টা সময় লাগে। রাত ৮টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
পথে পথে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ফেস্টুনসহ নানাভাবে অবস্থান নিতে দেখা গেছে।
খালেদা জিয়ার লন্ডনযাত্রাকে কেন্দ্র করে গণমাধ্যমে নানা আয়োজন করা হয়েছে।
বেসরকারি টেলিভিশনে চলছে সরাসরি সম্প্রচার। বেগম জিয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তর ঢাকাসহ রাজধানীর দক্ষিণ দিকেও যানজট ছড়িয়েছে।
দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন। আগামীকাল বাংলাদেশ সময় বুধবার তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছে দল ও পরিবার।
সোমবার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল।
সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার চিকিৎসক, পরিবার ও কাজের সহকারীরা রয়েছেন। বিমানে রয়েছেন কাতারের সরকারি চিকিৎসকদের একটি দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।