সোয়াদ সাদমান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সহ বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠন গুলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির প্রশাসন শোক ঘোষণা করে ৩০ ডিসেম্বরের সকল ক্লাস স্থগিত করেছে।

বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত শোক বার্তায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে তার নেতৃত্ব ছিল সাহসী, দৃঢ় ও ঐতিহাসিক। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনায় দায়িত্বশীলতা, জাতীয় স্বার্থ রক্ষা এবং শিক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন সংগ্রামী নারী নেতা হিসেবে তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, নির্যাতন ও অবিচল প্রত্যয়ের অনন্য দৃষ্টান্ত। জাতি আজ এক অভিভাবকসম নেত্রীকে হারাল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন শোকার্ত কণ্ঠে জানান, দেশই ছিল তার একমাত্র ঠিকানা। তার দেখানো পথই ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের একমাত্র রাস্তা, তার গোটা জীবনই দেশের মানুষের জন্য লড়াইয়ে নিবেদিত। এই দেশ, এই দেশের মাটি মানুষই তার কাছে সবকিছু ছিল। দেশনেত্রীর বিদায়ে জাতি এক অভিভাবককে হারিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


