আন্তর্জাতিক ডেস্ক : খালি গায়ে চেয়ারে বসে অফিসের মিটিং করছেন এক ব্যক্তি, তার ঘাড় ‘ম্যাসাজ’ করে দিচ্ছেন এক নারী— এমন একটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পরে জানা যায়, ওই ব্যক্তি মালয়েশিয়ার এয়ার এশিয়া এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি ফার্নান্দেজ। তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের শাহ আলমের বাসা থেকে টনি ফার্নান্দেজ (৫৭), তার স্ত্রী (৫৫) ও ছেলেকে (২৬) গ্রেফতার করে কুয়ালালামপুর বুকিত আমান কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
বুকিত আমান কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক সেরি রামলি মোহাম্মদ ইউসুফ বলেন, ‘মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন ও অবৈধ কার্যকলাপের আয় আইন ২০০১ (এএমএলএ)-এর অধীনে তদন্তের স্বার্থে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’
রামলি জানান, বুধবার (১৮ অক্টোবর) আটক তিনজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জমা দেয়া হবে।
এর আগে গত সোমবার (১৬ অক্টোবর) এয়ার এশিয়ার সিইও টনি ফার্নান্দেজ তার লিংকডইন প্রোফাইলে ‘জুম মিটিং’ চলাকালীন খালি গায়ে ‘বডি ম্যাসাজ’ করা অবস্থার একটি ছবি পোস্ট করেন।
লজ্জার সীমা অতিক্রম করে করলেন গৃহবধূ, রিলিজ হলো উল্লুর নতুন ওয়েব সিরিজ
তবে এ ধরনের ‘অনুপযুক্ত’ ও ‘ঘৃণ্য’ আচরণের জন্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে ওইদিন সন্ধ্যায় পোস্টটি মুছে ফেলেন টনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



