খালি ঘরে নিরহুয়ার সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন অঞ্জনা

অঞ্জনা

বিনোদন ডেস্ক : ভারতীয় প্রাদেশিক বিনোদন ইন্ডাস্ট্রি হিসেবে সারা ভারতে নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে ভোজপুরি মিউজিক ইন্ডাস্ট্রি! বিশেষত বাঙালির পুজোর ভাসান থেকে পিকনিকের নাচ সবকিছুই ভোজপুরি গান বিনা অসম্পূর্ণ আর মুঠোফোনের যুগে ইন্টারনেটের বদৌলতে ভোজপুরি মিউজিক ভিডিওগুলি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। সম্প্রতি এমনই এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে ভোজপুরি অভিনেতা নিরাহুয়ার সাথে উষ্ণ রোমান্স মেতেছেন অঞ্জনা সিং।

অঞ্জনা

“বাণী লাগালে হাতে লালি” নামক ভাইরাল হওয়া এই মিউজিক ভিডিওতে ভোজপুরি অভিনেত্রী অঞ্জনা সিংকে অভিনেতা নিরাহুয়াকে নিজের সিডিউসিং ডান্স এর মাধ্যমে সিডিউস করতে দেখা গিয়েছে। রংবেরঙের ঘাগ্রা চোলি পরিহিতা অঞ্জনা সিং এর কার্ভি ফিগারে এদিন মন গলেছে নিরাহুয়ার। রোমান্টিক ভঙ্গিতে অভিনেত্রীর দুষ্টু মিষ্টি নাচ মনে ধরেছে দর্শকদের।

#Video - बानी लगवले होठ लाली, आवा खा ला ये बलमु | Full HD Song | Beta | Nirahua | Anjana Singh

ভোজপুরি গান মানেই নায়ক-নায়িকার নানান অন্তরঙ্গ দৃশ্য আর সেই দৃশ্যে নিয়ন্ত্রণহীন দর্শকেরা। অনুরূপভাবে এই মিউজিক ভিডিওটিতেও একি ঘটনাপ্রবাহ লক্ষ্য করা গিয়েছে। সুসজ্জিত নিরাহুয়াকে শেষমেষ নিজের বশে আনতে সক্ষম হয়েছেন অভিনেত্রী এবং পরবর্তীতে তাদের একে অপরের মধ্যে অন্তর্লীন উষ্ণ রোমান্স জমিয়ে ভাইরাল হয়েছে দর্শকদের মাঝে।

বিনা পারিশ্রমিকে শাহরুখের সিনেমায় বিজয়

শশী রঞ্জন দ্বিবেদীর লেখা এই গানটিতে কল্পনা ও দীনেশ লাল যাদব গলা দিয়েছেন। “নিরাহুয়া মিউজিক ওয়ার্ল্ড” নামক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এই ভিডিওতে সঙ্গীত দিয়েছেন ওম ঝা। ইতিমধ্যে গানটি ভিউজ সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পাঁচ লাখ। পাশাপাশি নেটিজেনরা অভিনেতা-অভিনেত্রীদ্বয়ের কেমিস্ট্রির প্রশংসায় কমেন্টের বন্যা ভাসিয়ে দিয়েছেন।