বিনোদন ডেস্ক : গান লিখছেন, সুর দিচ্ছেন আবার গাইছেনও! দুর্গাপুজোর আগে খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) অভিনয়ের পাশাপাশি মজেছেন সঙ্গীতে। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ চক্রবর্তী। সম্প্রতি একটি রেস্তোরাঁর পুজোর উপলক্ষ্যে থিম সং রেকর্ডিং সেরেছেন খরাজ।
এবিপি লাইভকে জিৎ বলছেন, ‘বিজ্ঞাপন করার আবেদন এসেছিল সংস্থার তরফ থেকে। সেই পরিকল্পনা থেকেই এই মিউজিক ভিডিও তৈরি করা। খরাজদা নিজেই গানটা লিখেছেন, গেয়েওছেন নিজেই। সুরও তাঁর নিজেরই। সদ্যই গানটির রেকর্ড হয়েছে। গানের শ্যুটিং ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। গানে খরাজদাকে যেমন দেখা যাবে, পাশাপাশি দেখা যাবে ভূতকেও। রেস্তোরাঁর থিমকে মাথায় রেখেই মিউজিক ভিডিওতে ভূতকে রাখার ভাবনা। তবে সেটা কীভাবে, সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে রেকর্ডিং স্টুডিওতে দেখা মিলল খরাজেরও। ঘরোয়া পোশাকে গানের সুরে দিব্যি মজেছেন তিনি। জিৎ বলছেন, ‘খরাজদা একজন অনবদ্য অভিনেতা (Actor)। কিন্তু তিনি যে খুব ভালো সঙ্গীতশিল্পীও (Singer), সেই কথা অনেকেই জানেন না। এই মিউজিক ভিডিও দেখে সবার খরাজদার নতুন দিকটা জানতে পারবেন।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মঞ্চে অভিনয় করছেন খরাজ, থিয়েটার তাঁর রক্তে। মঞ্চে অভিনয় করার সময় খালি গলায় গান গাওয়ার প্রচলন তো রয়েছে বটেই। সেই সূত্রেই খরাজ মুখোপাধ্যায় দিব্যি দরাজ গলায় সুর বাঁধতে পারেন। তবে এই প্রথম মিউজিক ভিডিওতে গান গাইলেন তিনি।
অন্যদিকে, সদ্য ‘কথামৃত’ ছবির শ্যুটিং শেষ করেছেন জিৎ। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য। এই ছবি মুক্তি পাবে ১৮ নভেম্বর। এর আগে, জিৎ-এর প্রথম পরিচালনার কাজ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় আর মমতা শঙ্কর-এর সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।