বিনোদন ডেস্ক : অশ্লীল মেসেজ, কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কাকার বিরুদ্ধে মামলা করেছেন কলকাতার টিভি অভিনেত্রী পায়েল সরকার। ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জীব ঘোষ, পেশায় জিম ট্রেইনার। অভিনেত্রীর দাবি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু দিন ধরে ওই ব্যক্তি তাকে অশ্লীল ছবি পাঠিয়ে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিচ্ছিলেন। প্রথমে নাম্বারটি ব্লক করে দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। বরং নানাভাবে তাকে উত্যক্ত করছিলেন। সঞ্জীব ঘোষ নামের ওই ব্যক্তি এই অভিনেত্রীর সম্পর্কে চাচা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্যের মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক পায়েল সরকার। এ অভিনেত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার কাছের এক সদস্য আমাকে কুপ্রস্তাব দিতে থাকে। নানারকম অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। উনি যখন এমনটা করছিলেন, তখন আমি ঠিক বিশ্বাস করতে পারিনি।
কারণ উনি আমাকে জন্মাতে দেখেছেন। আমি ওনাকে বলেছিলাম তুমি কি মজা করছো? তখন আমাকে বলে যে, আমি তোকে অন্যরকমভাবে পেতে চাই। আমার সঙ্গে হট ড্রেস পরে দেখা কর। আমি বললাম, বাড়িতে বিষয়টি জানিয়ে দেব। তখন উনি বলেন, যা ইচ্ছা কর।’
পায়েল সরকারে ছবি দিয়ে অশ্লীলভাবে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সঞ্জীব। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি ওনার ফোন নাম্বার ব্লক করে দিই। তখন আমার ছবি অশ্লীলভাবে বানিয়ে মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেয়। এরপর আমি ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করি।’ তবে এ বিষয়ে জিম ট্রেইনার সঞ্জীব ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।
‘ভালোবাসা ডটকম’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন পায়েল সরকার। এরপর ‘বেনে বউ’, ‘অন্দর মহল’, রেশমি ঝাঁপি’, ‘নেতাজি’, ‘টাপুর টুপুর’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ প্রভৃতি নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। পাশাপাশি মডেলিং ও লেখালেখিতে সরব পায়েল সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।