খেলাধুলা ডেস্ক : ব্রাজিলের সোনালী সময় এখন যেন কেবলই অতীত। মাঠের ফুটবলে যেমন ধার কমেছে, তেমনি ফুটবলারদের মধ্যে বোঝাপড়ায়ও ঘাটতি দেখা যায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এখন বিশ্বকাপে কোয়ালিফাই করতেও বেগ পেতে হয়। দলের এমন খারাপ সময়ে সমর্থকদের দলের পাশে চেয়েছেন মার্কিনিয়োস।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পারফরম্যান্স আশানুরূপ নয়। একটা পর্যায়ে জয়শূন্য ছিল টানা তিন ম্যাচে, এর তিনটিতে পেয়েছিল হারের তেতো স্বাদ। পয়েন্ট তালিকায় নেমে গিয়েছিল বেশ নিচে। আপাতত অতোটা বাজে অবস্থায় নেই তারা। ৫ জয়, ৪ হার ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
অক্টোবরের বাছাই পর্বের দুটি ম্যাচই জিতে স্বরূপে ফেরার আভাস দিয়েছিল ব্রাজিল। কিন্তু চলতি মাসের প্রথম ম্যাচেই ধাক্কা খায় তারা। ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে তারা। জয়ের সুযোগ অবশ্য ছিল তাদের, কিন্তু পেনাল্টি মিস করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
আগামী বুধবার উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আসছে ম্যাচকে সামনে রেখে দলকে হতাশ না হতে বললেন মার্কিনিয়োস। পিএসজির অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ফল নিজেদের পক্ষে না এলেও সর্বোচ্চ চেষ্টা করছে দল।
তিনি বলেন, ‘যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে।’
‘আমরা এখনও অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।