দুই বছর আগে ভ্যালেন্টাইন্স ডে’তে ভক্তদের উদ্দেশ্যে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছিলেন, ‘আমি আজ তোমাদের ভালোবাসা দিবসের কোনো শুভেচ্ছা দেব না। তবে এটা চাইব, তোমরা তোমাদের সঙ্গীদের সাথে সুখে-দুঃখে থাকো। তাদের লাল গোলাপ দেয়ার চাইতে প্রতিদিন সম্মান দাও। ভালোবাসার মাঝে থাকতে গিয়ে নিজেকে নি:শেষ করোনা।

মনে করো, তুমি বিশেষ কিছু। সুতরাং, নিজেদের ভালো থাকাটা নিশ্চিত করো’।
এই কথাগুলো আজও বিশ্বাস করেন নুসরাত ফারিয়া। সম্প্রতি নিজের জীবনের অনেক দর্শন, অজানা কথা তিনি শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের নবম পর্বে।
শনিবার, ৩১ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ১০০ মিনিট ব্যাপ্তির এই পডকাস্টে নুসরাত ফারিয়া জানিয়েছেন, জীবনে উত্থান-পতন সব মানুষেরই থাকবে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে, কে আপন কে পর।
নুসরাত ফারিয়া তার নাম নিয়ে মজার তথ্য জানিয়েছেন এই পডকাস্টে।
পারিবারিকভাবে দেওয়া তার নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে ডাক নাম রেখেছিলেন ‘সেতু’। পরিবারের অনেকে ফারিয়াকে সেতু নামেই সম্বোধন করে।
পডকাস্টে নুসরাত ফারিয়া জানিয়েছেন, খুব শিগগিরই নতুন সিঙ্গেল নিয়ে আসছেন তিনি। আরো জানিয়েছেন প্রেম-বিয়ে সবকিছু নিয়ে অনেক অজানা কথা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


