খেরসন থেকে সকল সেনা প্রত্যাহার করল রাশিয়া

সেনা প্রত্যাহার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খেরসন থেকে সকল সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, নিপাহ নদীর পশ্চিম তীরে থাকা সকল রুশ সেনা অন্য পাশে চলে এসেছে। বুধবার রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব খেরসন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল।

সেনা প্রত্যাহার করল রাশিয়া

সেপ্টেম্বরে ইউক্রেনের যে চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করা হয়েছিল, তার মধ্যে খেরসন অন্যতম। এই অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ‘আরেকটা পরাজয়’ হিসেবে দেখা হচ্ছে।

শাহরুখের গোপন বদ অভ্যাসের কথা ফাঁস করলেন স্ত্রী গৌরী খান

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, খেরসনে কোনো সেনা হতাহত হয়নি, অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি খোয়া যায়নি এবং কোনো সামরিক যন্ত্রও ফেলে রেখে আসা হয়নি।