খেসারি লাল যাদবের ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারালেন অভিনেত্রী কাজল

খেসারি লাল যাদব

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হল খেসারি লাল যাদব এবং সেক্সি ভোজপুরি ডিভা কাজল অভিনীত আরেকটি সুপারহিট ভোজপুরি গানের ভিডিও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই একেকটা ভোজপুরি গানের সেনসেশন। যে গানগুলিতে নায়ক-নায়িকাদের অসাধারণ নৃত্যলীলা, পাশাপাশি শরীরী হিল্লোল দেখে প্রাণ ওষ্ঠাগত সকল দর্শকদের। যেমন, নায়িকাদের শরীরী উন্মাদনার দৃশ্য তেমনি নায়কদের রোমান্টিক মুহূর্তের সৃষ্টি, সবটাই এই ভিডিওগুলির বৈশিষ্ট্য। আর প্রকাশ্যে আসা মাত্রই একেবারে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় এইসব ভিডিওগুলি।

খেসারি লাল যাদব

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার খেসারি লাল যাদব। তাঁর অভিনীত কোন ছবি বা গান মানেই তা সুপারহিট। বিহার, ঝাড়খণ্ডে এই সিনেমাগুলি একেবারে দাপিয়ে রাজ করে। এমনকি এইসব ভিডিও আসা মানেই তা ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার খেসারিকে দেখা গেল কাজলের সঙ্গে আবারও রোমান্টিক মুহূর্ত তৈরি করতে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথমসারির তারকা। সম্প্রতি যে ভিডিওটি শেয়ার করা হয়েছে, তার ভিউজের সংখ্যা এখন মাত্রাতিরিক্ত ছাড়িয়েছে।

কাজল রাঘওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা। সম্প্রতি যে ভিডিওটি ব্যপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা গিয়েছে একটি সিনেমা হলে কাজলের সিনেমা দেখতে গিয়েছে খেসারি। তখনই সে কল্পনার মাধ্যমে নিজের সঙ্গে কাজলকে দেখলেন এবং তাঁর সঙ্গে রোম্যান্সে মাতলেন। এই গানে তাঁদের গদগদ প্রেমের দৃশ্য থেকে অসাধারণ নৃত্যলীলা সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শক। কখনো নীল খোলামেলা পোশাকে আবির্ভাব হচ্ছেন কাজল আবার কখনো কালো খোলামেলা পোশাকে সেজে উঠেছিলেন তিনি।

#Khesari Lal Yadav और Kajal Raghwani - Full Video SOng - Chhalakata Hamro Jawaniya 2 -Bhojpuri Songs

দুজনের রোমান্সের যাদুতে এক্কেবারে ক্লিনবোল্ড হয়ে গেলেন নেটিজেনরা। নায়িকার যেমন অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালনা, তেমনি তাঁর শরীরী হিল্লোল সবেতেই দর্শকদের ঘুম ছুটেছে। ‛Yashi Films’ নামের ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে এই হিট গানের ভিডিওটি শেয়ার করা হয়েছিল। বর্তমানে যা ১৩ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন।

কয়েক ঘণ্টার মধ্যে জন্মেছিল চাঁদ, নতুন তথ্য বেড়িয়ে এলো

আর পছন্দ করেছেন ৪৩ হাজার মানুষ। এছাড়া অনেকে লিখেছেন, ‛খেসারি ভাই আসল হিরো’। আবার কেউ কেউ লিখেছেন ‛সুন্দর’, ‛ওয়ান্ডারফুল’। সবমিলিয়ে তুমুল ভাইরাল এই ভিডিওটি।