সুয়েব রানা, সিলেট : সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়াদের ছোঁড়া গুলিতে মারুফ মিয়া (১৬) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মারুফ মিয়া জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো: শাহাবুদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১২৮২-৭ এর মিনাটিলা এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- বুধবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এসময় খাসিয়া কয়েকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে খাসিয়া একজন তার একনলা গাঁদা বন্দুক দিয়ে মারুফের শরীরে গুলি করে।
পরে মারুফকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং পরিবারের সদস্যরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে, ঘটনার পর পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফ-কে প্রতি প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি প্রেরণ করে এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।