আন্তর্জাতিক ডেস্ক : নিজের শোওয়ার ঘরের আলমারিতে প্রায় ২ ঘণ্টা বন্দি রইলেন এক মহিলা, কারণ তাঁর ঘরে ঢুকে পড়েছিল একটি গরু ও একটি ষাঁড়! ফরিদাবাদে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাটি ইতিমধ্যেই ইন্টারনেটজুড়ে ভাইরাল হয়েছে।
কীভাবে ঘটল এই ঘটনা?
ভুল ছিল মাত্র একটাই—পুজোর সময় বাড়ির দরজাটি খোলা রাখা। ওই অঞ্চলে গরু ও ষাঁড় রাস্তায় অবাধে ঘোরাফেরা করে। কিন্তু খোলা দরজা দেখে একটি গরু বাড়ির ভেতরে প্রবেশ করে, তার পেছনেই ঢুকে পড়ে একটি ষাঁড়।
প্রথমে গরুটি সোজা গিয়ে হাজির হয় বাড়ির কর্ত্রীর শোওয়ার ঘরে। তখন তিনি একাই ছিলেন। আচমকা ঘরে গরু ঢুকতে দেখে ভয় পেয়ে যান তিনি। তবে ভয় আরও বেড়ে যায়, যখন দেখেন, পেছন পেছন একটি ষাঁড়ও ঢুকে পড়েছে।
ঘরের দখল নেয় গরু ও ষাঁড়
গরুটি সরাসরি চড়ে বসে খাটের ওপরে। ঘরজুড়ে তখন শুধুই গরু ও ষাঁড়ের উপস্থিতি। প্রথমে মহিলা পশুগুলোকে তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। বরং ভয় পেয়ে তিনি নিজেকে রক্ষা করতে ঘরে থাকা একটি আলমারির ভেতরে ঢুকে পড়েন। সেখানেই তিনি প্রায় দুই ঘণ্টা বন্দি থাকেন।
কীভাবে মিলল মুক্তি?
বাড়ির আরেক মহিলা এই দৃশ্য দেখে দ্রুত প্রতিবেশীদের খবর দেন। সকলে মিলে পশুগুলোকে বাইরে বের করার চেষ্টা করেন, কিন্তু তারা কোনোভাবেই বের হতে চায়নি। অবশেষে, এক ব্যক্তি তাঁর পোষা কুকুরটিকে নিয়ে আসেন। কুকুরটি জোরে জোরে চিৎকার শুরু করতেই গরু ও ষাঁড় ভীত হয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায়।
এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই। আর আলমারিতে বন্দি থাকা মহিলা প্রায় দুই ঘণ্টা পর মুক্তি পান। এই অদ্ভুত ঘটনাটি নেটদুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে।
সাবধানতা অবলম্বন করুন!
এমন ঘটনা এড়াতে অবশ্যই বাড়ির দরজা ভালোভাবে বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে যেসব এলাকায় গবাদি পশু রাস্তায় ঘোরাফেরা করে, সেসব স্থানে সতর্ক থাকা জরুরি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.